জোড়া ঘূর্ণাবর্তের খেল! শনিতে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির ডবল ডোজ, জারি ইয়েলো অ্যালার্ট

Published on:

Published on:

south bengal weather(48)

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবরের মাঝপথে এসেও বৃষ্টি পিছু ছাড়ছে না। শুক্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে পুরোপুরি বিদায়ও নয় বৃষ্টির। শুক্রের পর শনিতেও ভিজবে একাধিক জেলা। আগাম পূর্বাভাস দেখে নিন।

দক্ষিণবঙ্গে শনিতেও বৃষ্টি | South Bengal Weather

শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়। বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবার ওড়িশার উত্তর অংশের উপরেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। আর যুক্ত হয়েছে দক্ষিণ ওড়িশা হয়ে বয়ে যাওয়া একটি অক্ষরেখা। এই তিনের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতাতে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কবে কমবে বৃষ্টি?

আবহাওয়া দপ্তর বলছে, শনিবারের পর থেকে বধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে কিছু কিছু জেলার কয়েকটি অংশে। আজকের জন্য দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতর ইয়েলো অ্যালার্ট জারি করেছে।

Possibility of disasters in South Bengal Weather from

আরও পড়ুন: সব সীমা ছাড়ালেন মহসিন নকভি! এশিয়া কাপের ট্রফির প্রসঙ্গে দিলেন এমন নির্দেশ… শুরু হইচই

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার, আলিপুরদুয়ার সহ প্রায় সব জেলাতেই।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী হবে না। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা।