বাংলা হান্ট ডেস্ক: দুই বঙ্গ ভাসিয়ে অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া অফিস বলছে, বাংলা থেকে বিদায়ের পথে বর্ষা। আগামী দু’-তিনদিনের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে যাবে। তারপর শুষ্ক আবহাওয়া। তার আগে অবশ্য আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। কোন কোন জেলা ভিজবে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।
এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর, দক্ষিণ ২৪ পরগনায়। তবে কোথাও আর ভারী বৃষ্টি আর হবে না এ যাত্রায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও অংশে বিক্ষিপ্তভাবে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বর্ষা বর্ষা বিদায় পর্ব শুরু হবে। মঙ্গলবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। বুধবারের মধ্যে বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বীরভূম জেলা থেকে বর্ষা বিদায় নিতে পারে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাতদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। এদিকে অন্ধ্রপ্রদেশ এবং কেরালা উপকূলে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে ঘূর্ণাবর্তের প্রভাব এ রাজ্যে পড়বে কি না তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রেলের গাফিলতি নাকি যাত্রীদের অসতর্কতা? বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার আসল কারণ কী?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ স্থানীয়ভাবে বজগর্ভ মেঘ থেকে মেঘলা থাকতে পারে আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা আপাতত।