মহালয়ার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে! শনিবার কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার আগাম খবর জানুন

Published on:

Published on:

south bengal weather(69)

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির দুয়ারে পুজো। এদিকে বর্ষা কিছুতেই পিছু ছাড়ছে না। শনিতেও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-জলের সতর্কতা। আবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে মহালয়ার দিন বৃষ্টির ডোজ বাড়তে পারে আরও। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গে এদিন কমবে বৃষ্টির দাপট | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা দুই কমবে। ভারী বৃষ্টি হবে না কোথাও। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও তারপর সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের কমবে।

মহালয়ার দিন অর্থাৎ রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও এই জেলাগুলির কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। এদিকে শুক্রবার সন্ধ্যার পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: উঠে গেল টিচার ইনচার্জ পদ! রাজ্যের সমস্ত স্কুলের জন্য নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

এদিন রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। মহালয়াতেও বৃষ্টি পিছু ছাড়বে না। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।