বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে ভয় ধরাচ্ছে আবহাওয়া। মহালয়ার দিনও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে পুজোয় ভাসতে পারে দক্ষিণবঙ্গ। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। ভিজবে কলকাতাও। আগামী সাত দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? বাইরে বেরোনোর আগে জেনে নিন সম্পূর্ণ পূর্বাভাস।
পুজোতেও বৃষ্টি থেকে রেহাই নেই! South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে। এর জেরে পুজোতে দক্ষিণবঙ্গবাসীর সঙ্গী হতে পারে ছাতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হবে আগামী সাত দিন। তারপর থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও।
এছাড়া মঙ্গলবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে।
আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ গোটা পুজোতেই দুর্যোগ। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। নিম্নচাপ তৈরি হলে বাড়বে বৃষ্টি। পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: ‘প্রায় ১০টি রাজ্যে..’, পুজোর আগেই বকেয়া DA মামলায় বড় মোড়! সুপ্রিম কোর্টে কি বলল রাজ্য সরকার?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও অংশে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে না। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি কিছুটা কম থাকবে। সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে। শুক্রবার এবং শনিবার শুধুমাত্র দার্জিলিঙে ভারী বৃষ্টির পূর্বাভাস। পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের কোথাও।