উত্তাল হবে সমুদ্র! নিম্নচাপের জেরে বৃহস্পতি থেকে ভারী বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, রেহাই পাবে কলকাতা?

Published on:

Published on:

south bengal weather(72)

বাংলা হান্ট ডেস্ক: পুজো আসছে। আর সাথে আসছে বৃষ্টিও। এবারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে পুজো কাটবে ঝড়-জলেই। এমনই পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে। এর জেরে পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণে।

দক্ষিণবঙ্গে ছাতা মাথায় করেই কাটবে পুজো | South Bengal Weather

বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এছাড়া এদিন দক্ষিণবঙ্গের প্রায় জেলাগুলোতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে সমুদ্র উত্তাল থাকলে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি।

আরও পড়ুন: ১ লক্ষ ১০ হাজার, রাজ্য সরকারের অনুদানে হুড়মুড়িয়ে বেড়েছে পুজো, সংখ্যাটা কত?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে অনেকটাই। সোমবার উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সব জেলাই হালকা ভিজলেও আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। শুক্রবার দার্জিলিঙে ফের ভারী বৃষ্টি হতে পারে বলে আপডেট মিলছে।