বাংলা হান্ট ডেস্ক: প্রায় মেঘভাঙা বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন এলাকায়। রাতভর টানা ৫ ঘণ্টার বৃষ্টিতে রীতিমতো জলের তলায় শহর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই দুর্যোগ কাটছে না। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। কলকাতাতেও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার আগাম খবর।
বুধেও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও অংশে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি একাধিক জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দু’দিনই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অধিক বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এরপর শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে ফের বাড়বে বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়।
এছাড়া এদিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় কিছু কিছু অংশে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর পুজো শুরু। কিন্তু বৃষ্টি পিছু ছাড়বে না। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে। ফের আরও একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এরপর আগামী ২৫ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটিও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এরপর পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই একের পর এক নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ মৃত্যুতে ‘প্রশাসনিক গাফিলতির’ অভিযোগ! এবার জল গড়াল কলকাতা হাইকোর্টে
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতি হলেও উত্তরবঙ্গে পুজোর মেজাজ। আপাতত উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত এরমই থাকবে পরিস্থিতি। এরপর শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জারি হয়েছে সতর্কতা।