শুক্রে ভারী থেকে অতি ভারী বর্ষণ দক্ষিণবঙ্গে, কবে কমবে বৃষ্টি? আবহাওয়ার খবর জেনে নিন

Published on:

Published on:

South Bengal Weather update low pressure rain continue yellow alert in North Bengal

বাংলা হান্ট ডেস্ক: ষষ্ঠী থেকে দশমী, পুজোতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও পিছু ছাড়বে না নাছোড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর? জেনে নিন।

আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বর্ষণ? South Bengal Weather

আজ বাড়বে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার বীরভূমের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তালিকায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলায়।

বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।

south bengal weather(80)

এদিন কলকাতা, হাওড়া, হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা রবিবার পর্যন্ত। শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: দুধটুকুও জুটত না সন্তানের? ‘ভিত্তিহীন’ অভিযোগ বলে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কুমার শানুর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে নবমীর দিন থেকেই বৃষ্টি চলছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে।