বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টিও হচ্ছে। আজও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ওডিশার ফুলবনিতে রয়েছে গভীর নিম্নচাপ। যা এদিন শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে স্থলভাগে। এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
শুক্রবার বীরভূমের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। যার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
নিম্নচাপের জেরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আগামীকাল ভারী বৃষ্টি হবে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। রবিবার পুজো কার্নিভালের দিনও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। এরপর সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অধিক সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায়।
আরও পড়ুন: ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে DVC, দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কায় সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হবে রবিবার অবধি।