মাসিক বেতন ৭০ হাজার টাকা, পাঠ্যপুস্তকের ১ লাইন পড়তে হিমশিম খাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের জন্মের পর আমরা প্রথম শিক্ষা পাই মায়ের থেকে। তারপর বড় হয়ে স্কুলে যাওয়ার পর আমরা শিক্ষা পাই স্কুলের শিক্ষক বা শিক্ষিকার থেকে। শিক্ষা কাঠামোর অন্যতম ভিত্তি হল শিক্ষক। শিক্ষক তার সমস্ত জ্ঞানের ভান্ডারকে ছাত্রছাত্রীদের কাছে উজার করে দিয়ে তাদের শিক্ষার আলোয় আলোকিত করেন, ভবিষ্যতের পথ সুনিশ্চিত করেন। কিন্তু এই শিক্ষক যদি জ্ঞান শূন্য হয়? তাহলে কি হবে পাবে কোথায় সবাই শিক্ষা? এমনই এক দুর্দশাগ্রস্ত ছবি ফুটে উঠেছে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। যাতে লাইকও পড়েছে যথেষ্ট। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি সরকারি স্কুলে।

https://www.facebook.com/100193654983969/videos/1144079139287010/?extid=0d9N7WYEemfg1ca6&d=null&vh=e

ভিডিও টিতে দেখা যাচ্ছে সরকারি স্কুলের ইংরেজি শিক্ষিকা ইংলিশ পড়তে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। সেখানে হঠাৎ পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক।স্কুলের ইংরেজি শিক্ষিকাকে পাঠ্য বই পড়তে দেন তিনি। কিন্তু বইয়ের দুটি লাইন পড়তে নাকানি-চোবানি খেলেন শিক্ষিকা। আর এই অবস্থা দেখে রেগে আগুন জেলা শাসক অবিলম্বে শিক্ষিকাকে চাকরি থেকে বহিষ্কার করার নির্দেশ দেন।

mas j

সবার মুখে একই প্রশ্ন, বিএ পাশ করার পর একটি লাইনও পড়তে পারছেন না, এটা কিরে সম্ভব? শিক্ষিকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। স্কুলের শিক্ষিকায় যদি ইংরেজির একটি লাইনও পড়তে না পারেন তাহলে ছাত্রছাত্রীদের এতদিন ধরে কি পড়াচ্ছেন? যোগ্য ব্যক্তির চাকরি হচ্ছেনা সেখানে একজন অযোগ্য ব্যক্তি বসে বসে টাকা পাচ্ছেন এরকম কীর্তিকলাপ দেখে সাসপেন্ড করার মন্তব্যও করেছেন জেলা শাসক।

সম্পর্কিত খবর