বাংলা হান্ট ডেস্ক : মানুষের চাঁদে পা রাখার ৫০বছর উদ্যাপন। নাসার চন্দ্রাভিযানের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করছে Google।ঐতিহাসিক সাফল্যকে উত্সর্গ করেই সেজে উঠেছে শুক্রবারের ডুডল।
জানা গেছে প্রাক্তন মহাকাশবিজ্ঞানী তথা নাসার অ্যাপোলো ১১-এর কম্যান্ড মডিউল পাইলট মাইকেল কলিনস তাঁর প্রথম অভিজ্ঞতা শেয়ার করেছিলেন বিবৃতির মাধ্যমে। প্রজেক্ট অ্যাপোলোর সাফল্যের জন্য গোটা দুনিয়ার ৪ লক্ষ মানুষের অবদান রয়েছে বলে জানান কলিনস।
প্রসঙ্গত,নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিনস ছাড়াও এই দলে মূলত ছিলেন ফ্যাক্টরির কর্মী, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা।