বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভার পূর্বে প্রচারে ঝড় তুলেছিল সকল রাজনৈতিক শিবির। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘লক্ষ্মী ভাণ্ডার’ (lakshmi bhandar) নামক এক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার আয়ত্তায়, SC, ST ক্যাটাগরির মহিলা পাবেন মাসিক ১০০০ টাকা করে এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন। তবে সরকারী চাকুরীজীবীদের পরিবার এই প্রকল্পের আয়ত্তায় আসবে না।
বাংলার ক্ষমতায় তৃতীয়বারের জন্য এসে মুখ্যমন্ত্রীর আসনে বসেই, প্রতিশ্রুতি মতন কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বছরে দারুণ সাফল্য লাভের পর, গত ১৬ ই আগস্ট থেকে আবারও চালু করা হয় রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আরি এই ক্যাম্পেই সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে এবারে সামিল করা হয়েছে ‘লক্ষ্মী ভাণ্ডার’।
দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই বিনামূল্যে এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে বিষয়ে নানা সময়ে নানা দুর্নীতির কথা সামনে এলেও, ব্যাপক সাড়া মিলেছে এই প্রকল্পে। মাত্র ২৩ দিনেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা পড়েছে প্রায় ১.০৮ কোটি। জানা গিয়েছে, এই প্রকল্পের আবেদন করতে পারবেন রাজ্যের প্রায় ২ কোটি মহিলা।
রাজ্যে বুধবার সন্ধে পর্যন্ত ৬৫ হাজার ৭১ টি শিবির করা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প চালু করার পর সেই এই সকল শিবিরে এসেছেন প্রায় ৩ কোটি মানুষ। কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মত নতুন কিছু প্রকল্পের সঙ্গে এবারের সংযোজন ‘লক্ষ্মী ভাণ্ডার’ই প্রধান আকর্ষণের বিন্দু হয়েছে রাজ্যবাসীর কাছে।