সাড়ে ৩ কোটি মানুষ কর্মহীন, আয় নেই, মোদীজি জবাব চাইছে দেশ: অমিত মিত্র

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের শুরু থেকেই কখনও পরিযায়ী শ্রমিক, কখনও চিকিতসা বিভ্রাট, তো আবার কখনও করোনা ভ্যাকসিনেশন- নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণের পর, এবার বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)।

করোনা আবহে প্রায় দুবছরের কাছাকাছি মানুষ নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ধাপে ধাপে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। রুজিরোজগার হারিয়ে বাড়ি ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু বাড়ি ফিরেও নতুন কাচজের সন্ধান পান্নি অনেকেই। আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বহু মানুষ। যার ফলে কাজ হারিয়ে বর্তমানে বেকার বহু মানুষ।

এই পরিস্থিতিতে বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্রের দাবি, রাজ্যে হু হু করে বাড়ছে বেকারত্ব, অর্থনীতির অবস্থা তলানিতে এসে ঠেকছে। এই অবস্থায় মানুষের কর্মসংস্থানের বিষয়ে কেন্দ্র সরকার কি ভাবছে? দেশের অর্থনীতির উত্থান সম্পর্কেও মিথ্যা বলা হচ্ছে, বলে দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী।

কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে তুলোধনা করে রবিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অমিত মিত্র লেখেন, ‘বর্তমান সময়ে মানুষের আয়ও নেই, আর চাকরিও নেই। ২০২১ সালের আগস্ট পর্যন্ত কমপক্ষে সাড়ে তিন কোটির বেশি মানুষ চাকরি হারিয়েছেন। ভবিষ্যতে তাঁদের আয়ের কোন সংস্থান হবে বলেও তো মনে হচ্ছে না। কিন্তু দেখুন এরই মধ্যে আবার দেশের অর্থনীতির পুনরুজ্জীবন হচ্ছে বলে প্রচার চালাচ্ছে কেন্দ্রের হাতের পুতুলরা। তাঁরা দেশের কর্মহীন সাড়ে তিন কোটির বেশি মানুষকে দেখতে পাচ্ছেন না? প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইছে গোটা দেশ’।

সম্পর্কিত খবর

X