রাত পোহালেই ৭ কোটি ভোটারের ভাগ্যপরীক্ষা, খসড়া তালিকা প্রকাশ নিয়ে এল বড় আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নির্বাচন কমিশনের তরফে এনুমারেশন পর্ব শেষ হয়েছে ইতিমধ্যে। এবার খসড়া তালিকা প্রকাশিত হবে আগামী মঙ্গলবার। এই তালিকার প্রস্তুতির কাজ চলছে এখন পুরোদমে। কাদের নাম থাকবে খসড়া তালিকায় (SIR) তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। সোমবারই শেষ করা হবে তালিকা তৈরির কাজ। জেলা স্তরে ওয়েবসাইট প্রকাশের কাজ ইতিমধ্যে শেষ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সংশ্লিষ্ট জেলার ভোটাররা যাতে ওই তালিকায় গিয়ে নিজেদের নাম দেখতে পারেন তার জন্য করা হয়েছে এই ব্যবস্থা।

এসআইআর (SIR) পর্বে বাদ ৫৮ লক্ষের নাম

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাজ্যে এসআইআর এর নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ওইদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। কমিশনের তরফে জানানো হয়েছে, মোট ভোটার সংখ্যার হিসেবেই এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। প্রত্যেকের কাছেই পৌঁছেছিল ফর্ম। কিন্তু রবিবার পর্যন্ত প্রায় ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে।

More than 58 lakhs names omitted in SIR

চূড়ান্ত তালিকায় কাদের নাম উঠবে: নির্বাচন কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্মে সই করে দিলেও নাম উঠবে খসড়া তালিকায়। সেই হিসেব অনুযায়ী, অন্তত ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকার কথা খসড়া তালিকায়। তবে চূড়ান্ত তালিকায় তাদের নাম ওঠার আগে তথ্য যাচাই করা হবে। অর্থাৎ সোজা কথায়, খসড়া ভোটার তালিকায় (SIR) নাম উঠলেই যে চূড়ান্ত তালিকায় নাম থাকবে এর কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন : সচিন-ধোনি-বিরাট সহ ভারতের ৭ ধনী ক্রিকেটারের চেয়েও বেশি আয় মেসির! চমকে দেবে তাঁর মোট সম্পদের পরিমাণ

সন্দেহের তালিকায় ১ কোটিরও বেশি: নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভোটারদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। আগামী বুধবার থেকে এই ৩০ লক্ষ ভোটারের প্রথমে শুনানি শুরু হবে। পাশাপাশি আরও ১ কোটি ৭০ লক্ষ ভোটার রয়েছে নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায়। ৭ কোটির মধ্যে ২ কোটি ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন বিএলওরা। তারপরেও যদি কোনও সন্দেহ থাকে তবে ডাকা হবে শুনানির জন্য। সব ঠিকঠাক থাকলে তবেই আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে।

আরও পড়ুন : টোটো সমস্যা সমাধানে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার!

খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কমিশন সূত্রে খবর রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য বলছে, খসড়া তালিকা থেকে মোট ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়ছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৪ লক্ষ, স্থানান্তরিত ভোটার রয়েছে প্রায় ১৯ লক্ষ, ১২ লক্ষ ভোটার এখনও পর্যন্ত নিখোঁজ। এছাড়াও প্রায় ৫৭ হাজার ভোটার রয়েছেন যারা এনুমারেশন ফর্ম পূরণই করেননি।