বিদ্যুৎ বিপর্যয়ের জের, মহানবমীর দিন আঁধারের অতলে তলিয়ে গেল বাংলাদেশের ৮০% এলাকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে এই মহানবমীর দিন বাংলাদেশের রাজধানী ঢাকা সহ প্রায় ৮০ শতাংশ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটে গেল বিদ্যুৎ বিপর্যয়। যার জেরে পূজা মন্ডপ সহ অন্ধকারে ডুবে থাকলো বিস্তীর্ণ অঞ্চল। বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হিসাবে উঠে আসছে জাতীয় গ্রিড বিকলের দুর্ঘটনা।

বাংলাদেশের বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রীর নসরুল হামিদ জানিয়েছেন এই জাতীয় গ্রিড বিকল হয়ে যাওয়ার মতন দুর্ঘটনার বিষয়টিকে খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে এবং এই তদন্ত করার জন্য বিদ্যুৎ বিভাগকে দুটি আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে।

বাংলাদেশের জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয় ঘটে মঙ্গলবার অর্থাৎ মহানবমীর দিন দুপুর দুটো নাগাদ । এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কুমিল্লা ,নোয়াখালী, টাঙ্গাইল ,রাজবাড়ী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ন বন্ধ হয়ে যায় বাংলাদেশের মধ্য এবং পূর্বাঞ্চলে।

তৎপরতার সঙ্গে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করার প্রচেষ্টা চলতে থাকে। কিন্তু তাও প্রায় পাঁচ ঘন্টা পর সন্ধ্যা সাতটার সময় ঢাকা এবং কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। পি.জি.সি.বি. সূত্রের খবর, পুরো বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের চেষ্টা চলছে। কিন্তু তাতেও কিছু সময় লাগবে বলে জানানো হয়েছে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X