বঙ্গে এনআরসি আতঙ্ক: পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ শতাধিক কর্মীর

বাংলা হান্ট ডেস্ক : অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর সেখান থেকে বাদ গিয়েছে উনিশ লক্ষ নাগরিকের নাম আর তার পরেই বঙ্গে এনআরসি চালু করা হবে এমনটাই ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বরা। যার জেরে বাংলায় এনআরসি আতঙ্ক ছড়িয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে এনআরসি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু তাতেও যেভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে তার জেরে কখনও আঁধার সংশোধন কখনও ভোটার কার্ড তালিকা সংশোধন এসবের সঙ্গে অ্যানার শিকে গুলিয়ে ফেলা হচ্ছে।bjp 4

তাই রাজ্যে এনআরসি নিয়ে তোলপাড়ের মধ্যেই পথে নামল শাসক শিবির। বুধবার বাঁকুড়ার সোনামুখীর পিয়ার বেড়ায় এনআরসি র বিরুদ্ধে একটি সমাবেশ করল রাজ্যের শাসক শিবির। বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ও সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ মণ্ডলের উপস্থিতিতে এ দিনের সমাবেশে হাজির হয়েছিলেন কয়েক শ মানুষ। সমাবেশ মঞ্চ থেকে ইআরসি আতঙ্ক নিয়ে অযথা চিন্তা না করার বার্তা দেন শ্যামল সাঁতরা একই সঙ্গে বিজেপির তরফে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পাশাপাশি এদিন তৃণমূলের পক্ষ থেকে সমাবেশ মঞ্চ থেকে এনআরসি আতঙ্কের জেরে 850 বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করা হয়। যদিও প্রাক লোকসভা নির্বাচনের সময় থেকে শাসক শিবির থেকে বিজেপি র দিকে ঝুঁকে ছিল হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক ও সদস্যরা কিন্তু আবারও তৃণমূলের দিকে মুখ ফেরায় যথেষ্টই আশাবাদী শাসক শিবির।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা এনআরসি নিয়ে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি এবং বিভ্রান্তি ছড়িয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ ইউসুফ মণ্ডল বিজেপিকে মিথ্যাবাদীর দল বলে রাজ্যে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো শক্তি নেই বলে দাবি তোলেন।

সম্পর্কিত খবর