পরপর তিন ম্যাচে হার, মর্গ্যানের পরিবর্তে একে অধিনায়ক করার জোর দাবি উঠলো কেকেআর শিবিরে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের 15 তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে মাত্র 3 উইকেট হারিয়ে 220 রানের বিরাট স্কোর খাড়া করে চেন্নাই দল।

জবাবে ব্যাট করতে নেমে 202 রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। 18 রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস। এই নিয়ে এবার আইপিএলে তিনটি ম্যাচে জেতা হয়ে গেল চেন্নাইয়ের অপরদিকে পরপর তিনটি ম্যাচ হেরে একেবারে ব্যাকফুটে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্স এর হারের কারণ হিসেবে ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বকেই দায়ী করছে কেকেআর সমর্থকরা।

https://twitter.com/repsKaviya/status/1384914984455573505?s=20

বেঙ্গালুরু ম্যাচে প্রথম ওভারে বরুণ চক্রবর্তী দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার পরেও তাকে দিয়ে আর দ্বিতীয় ওভার বল করানো হয়নি এছাড়াও প্রায় প্রত্যেক ম্যাচেই মর্গ্যান অধিনায়ক হিসেবে কিছু না কিছু ভুল করছে যেটা মর্গ্যানের মতো বিশ্বকাপ জয়ী অধিনায়ক এর কাছ থেকে কোন ভাবেই আশা করা যায় না। এছাড়াও এই আইপিএলে ব্যাট হাতে পুরোপুরিভাবে ফ্লপ ইয়ন মর্গ্যান। গতকাল যখন জয়ের জন্য কেকেআরের 221 রানের প্রয়োজন তখন সাত বলে মাত্র 7 রান করেই প্যাভিলিয়নে ফিরে এলেন ইয়ন মর্গ্যান। এবার আইপিএলে অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে ক্রমাগত খারাপ পারফরম্যান্স করছে মর্গ্যান। আর তাই কেকেআর সমর্থকদের দাবি মর্গ্যানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হোক। কিছু কিছু কেকেআর সমর্থক তো সরাসরি দাবি করে বসেছেন মর্গ্যানের পরিবর্তে অধিনায়কত্ব তুলে দেওয়া হোক দীনেশ কার্তিকের হাতে।

X