বিশ্বকাপে ভারতের হার নিয়ে বাংলাদেশিদের নক্কারজনক মশকরা! এবার বিস্ফোরক মোশারফ করিম

বাংলা হান্ট ডেস্ক: টানা দশ ম্যাচ জিতে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত (India)। কিন্তু সেখানে তীরে এসে তরী ডুবেছে। অস্ট্রেলিয়ার কাছে হার হয়েছে ভারতের। আর যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাস বাংলাদেশে (Bangladesh)। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একাংশ রীতিমতো ভারতের হারে বেজায় খুশি। যা আক্রমণাত্মক করেছে ভারতীয়দেরও। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে আক্রমণ, পাল্টা আক্রমণ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল অধিকারী (Chanchal Adhikary)। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম (Mosharraf Karim)।

ভারতের সাংবাদিকরা মোশারফ করিমকে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে। কিন্তু আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। খেলা খেলাই। এই খেলার বিষয়কে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা আসলে সুখকর মনে হয় না।’

আরও পড়ুন: ইডি-র কাছে চুপি চুপি কে এলেন? নাম শুনেই হার্টবিট বাড়ল হাসপাতালে শুয়ে থাকা জ্যোতিপ্রিয়র

রবিবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগর নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মোশারফ করিম। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দেন অভিনেতা। তিনি বলেন, ‘আমি এখানে বারে বারে আসতে চাই। আমার প্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। নাট্যোৎসবকে কেন্দ্র করে এত মানুষের সমাগম এটা খুবই ভালো দিক। আমি চাই আরও বেশি করে মানুষ নাটকের প্রতি উৎসাহিত হন।’

Monojit

সম্পর্কিত খবর