এবার সমুদ্র নগরী দিঘাতে তৈরি হতে চলেছে মসজিদ! মমতার সরকারের পক্ষ থেকে দেওয়া হবে জমি

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় ডেসটিনেশনগুলির তালিকায় সব সময় উপরের দিকে থাকে দিঘা। সমুদ্র নগরী দিঘাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর সরকার। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দিঘার জন্য। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দিঘাকে।

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নতুন মন্দির। তবে এবার দিঘার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। জানা যাচ্ছে এবার মসজিদ গড়ে উঠবে সমুদ্র নগরীতে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির গড়ে তুলছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মন্দিরের কাজ চলছে জোরকদমে। এহেন অবস্থায় উলেমা-ই হিন্দের পক্ষ থেকে দিঘায় মসজিদ তৈরির দাবি জানানো হয়েছে।

আরোও পড়ুন : IAS কনেকে নিয়ে শ্বশুরবাড়িতে গেলেন IPS বর! হেলিকপ্টারে মেয়ের সফর দেখে মুগ্ধ বাবা

সম্প্রতি একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা জমিয়তে উলেমা-ই হিন্দের উদ্যোগে ও রামনগর ব্লক জমিয়তে উলেমা-ই হিন্দের উদ্যোগে। এই সভায় ওঠে দিঘায় মসজিদ তৈরির দাবি। এই সংগঠন দাবি করেছে, প্রতি বছর অসংখ্য মুসলিম পর্যটক দিঘায় বেড়াতে আসেন।

আরোও পড়ুন : ৭, ৮ নয়; একেবারে মিলছে ৯.৫% সুদ! ফিক্সড ডিপোজিটে ধামাকা অফার এই ব্যাঙ্কের

নামাজ পড়ার উপযুক্ত জায়গা না থাকায় সমস্যায় পড়েন তারা। তাই অনেকেই মনে করছেন একটি মসজিদ তৈরি হলে এই সমস্যার সমাধান হবে। সংগঠনের জেলা সম্পাদক মৌলনা নজরুল ইসলাম বলেছেন, মসজিদ তৈরির জন্য ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তানবির আফজল এই বিষয়ে মুখ খুলেছেন।

digha

তিনি জানিয়েছেন, ‘আবেদন লোকজন করতেই পারে। আমাদের যদি জমি দেখতে বলা হয়, তখন আমরা দেখব। জায়গা তো অনেকেই চেয়েছে। রামকৃষ্ণ মিশন থেকে চাওয়া হয়েছ। সরকারি প্রক্রিয়া আছে। আমার কাছে যদি সেই ভাবে প্রক্রিয়া মেনে আসে, তখন সেটা দেখা হবে। সরকার না বললে তো আমি কাউকে জমি দিতে পারি না।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর