Ekchokho.com 🇮🇳

শব্দদূষণের অভিযোগ, লাউডস্পিকার ছেড়ে এবার অ্যাপে আজান চালাবে মসজিদ!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল ভারতের দৌলতে আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্রই। সবকিছুই এখন ডিজিটাল হয়ে গিয়েছে। এমনকি আধুনিকতার হাওয়া লেগেছে ধর্মীয় স্থানেও। লাউডস্পিকারে আজানের পরিবর্তে এবার অ্যাপ নির্ভর হয়ে উঠছে মসজিদগুলি। আ্যাপেই (Azaan App) আজানের পরিকল্পনা করছে বহু মসজিদ।

মসজিদে লাউডস্পিকারে আজান (Azaan App) চালানো নিয়ে অভিযোগ

মসজিদে লাউডস্পিকারে আজান (Azaan App) নিয়ে একাধিক বার হয়েছে বিতর্ক। লাউডস্পিকারে আজানের জেরে আপত্তিও প্রকাশ করেছিলেন অনেকে। উঠেছে শব্দদূষণের অভিযোগ। আবার অনেক জায়গায় নিদান দেওয়া হয়েছে, মন্দিরেও লাউডস্পিকার লাগানোর।

Mosques are leaning towards azaan app without loudspeaker

জোর করে লাউডস্পিকার খোলানোর অভিযোগ: বম্বে হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, ধর্মীয় আচারের ক্ষেত্রে প্রার্থনায় লাউডস্পিকার ব্যবহার করা আবশ্যিক নয়। এমনকি মুম্বই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল শব্দদূষণের আইন প্রয়োগের জন্য। আদালতের নির্দেশ মেনেই তৎপর হয় পুলিশ। অভিযোগ ওঠে জবরদস্তি লাউডস্পিকার খুলে নেওয়ার।

আরো পড়ুন : পুজোর আগে পরিবহন দফতরের দারুণ চমক, শহরে নামছে ২০০টি AC বাস

হাইকোর্টে দায়ের মামলা: ইসলাম ধর্মাবলম্বীদের একাংশ অভিযোগ করেছেন, পুলিশ কোনো কিছুর পরোয়া করছে না। জোরজবরদস্তি লাউডস্পিকার খুলিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগে মুম্বইয়ের পাঁচটি মসজিদ কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে বম্বে হাইকোর্টের। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শব্দদূষণের (Azaan App) কারণ দেখিয়ে বেছে বেছে মসজিদগুলিকে নিশানা করা হচ্ছে। এমনকি পুলিশের উপরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও উঠেছে অভিযোগ।

আরো পড়ুন : নম্বর কমে ওলটপালট TRP তালিকা, মাসের শুরুতেই বড় অঘটন! শীর্ষস্থান হাতছাড়া ‘পরশুরাম’-এর?

অপরদিকে আবার দেখা যাচ্ছে অন্য রকম চিত্র। বিতর্ক এড়াতে বেশ কিছু মসজিদ বেছে নিয়েছে অনলাইন বিকল্প। মোবাইলে ‘আজান অ্যাপ’ (Azaan App) এর মাধ্যমে আজান শোনানোর ব্যবস্থা করেছে মুম্বইয়ের ৬ টি মসজিদ। তামিলনাড়ুর একটি সংস্থার তৈরি করা এই আজান অ্যাপ নিকটবর্তী মসজিদ থেকে লাইভে আজান পৌঁছে দেয় ব্যবহারকারীর কাছে। ডিজিটাল যুগের সঙ্গে পাল্লা দিয়ে মসজিদগুলিও এখন ঝুঁকছে অ্যাপের দিকে।