মশার জ্বালায় হয়রান জীবন? কীটনাশকের বদলে ভরসা রাখতে পারেন এই ঘরোয়া উপায়গুলির উপর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে মশা-মাছির উপদ্রব রীতিমতো উদ্বেগের বিষয়। মশা (Mosquito) বাহিত বিভিন্ন রোগ প্রতিবছর শতশত মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়াও ঘরে বা অফিসে মশার উপদ্রবে শান্তিতে একটু বসাও দুষ্কর হয়ে ওঠে অনেক সময়। মশা (Mosquito) তাড়ানোর জন্য অনেকেই ভরসা রাখেন মশা নিরোধক ধুপ বা মেশিনের উপর। তবে এইসব কীটনাশক যুক্ত মশা নিরোধক (Mosquito Killer) উপায় অনেক সময় শরীরের ক্ষতি করে। আজ আমরা এমন কিছু ঘরোয়া উপায় (Tips) আপনাদের জানাতে চলেছি যেগুলি ব্যবহার করলে নিষ্কৃতি পেতে পারেন মশার উপদ্রব থেকে।

মশার (Mosquito) উপদ্রব থেকে মুক্তির উপায় 

• কর্পূর : পুজোর কাজে অনেক সময় কর্পূর ব্যবহার করা হয়ে থাকে। তবে সামান্য এই কর্পূর মশা নিরোধক হিসেবে ভালো কাজ করে। ঘরের কোণে বা আপনার বসবাসের জায়গায় খানিকটা কর্পূর রেখে দিতে পারেন। কর্পূরের কারণে কিছুটা হলেও নিস্তার পেতে পারেন মশার উপদ্রব থেকে।

• লেমন ইউক্যালিপটাস : লেমন ইউক্যালিপটাস মশা নিরোধক স্প্রের অন্যতম প্রধান উপাদান। যদি শরীরে খানিকটা লেমন ইউক্যালিপটাস লাগাতে পারেন তাহলে মশার আক্রমণ থেকে নিস্তার পেতে পারেন।

Mosquito

• ক্যাটনিপ অয়েল : এই তেল মশা তাড়ানোর কাজে ভালো কাজ করে। ক্যাটনিপ অয়েলের ব্যবহারে দূরে থাকে মশা-মাছি।

• পিপারমেন্ট অয়েল : ঘরে পিপারমেন্ট অয়েলযুক্ত মোমবাতি জ্বালালেও দূর হতে পারে মশার সমস্যা। এমনকি শরীরেও এই তেল মাখা যায়। খানিকটা নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে পিপারমেন্ট অয়েল  মিশিয়ে মাখতে পারেন।

আরোও পড়ুন : ১৫ হাজার কোটি টাকার চোখ ধাঁধানো বাড়ি, অ্যান্টিলিয়া তৈরি হওয়ার আগে কোথায় থাকতেন মুকেশ অম্বানির পরিবার?

• জল জমা বন্ধ করতে হবে : বাড়ির আশেপাশে যদি জল জমে থাকে তাহলে সেখানে ডিম পাড়তে পারে মশা। তাই মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রথমেই বাড়ির আশেপাশে জল জমা বন্ধ করতে হবে। ফুলদানি, টব বা কোনো পাত্রে জল জমতে দেওয়া যাবে না। এমনকি কোথাও ভাঙা বালতিতে জল জমে আছে কিনা সেটিও লক্ষ্য করুন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X