বাংলা হান্ট ডেস্ক: মানুষের শরীর গঠিত হয় বেশ কয়েকটি অঙ্গের সমাবেশে। যার কারণে প্রতিটি অঙ্গই শরীরের কার্যক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে কোনো অঙ্গ বিকল হয়ে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা সবাই জানি যে, আমাদের শরীরের ভেতরে দু’টি কিডনি থাকে। তার মধ্যে অবশ্য একটি কিডনি বিকল হয়ে গেলে বা জন্মগত ভাবে অনুপস্থিত থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে।
তবে, আজ আমরা আপনাদের এমন একটি গ্রামের প্রসঙ্গ উপস্থাপিত করতে চলেছি যেখানকার বাসিন্দাদের মাত্র একটি কিডনি থাকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। শত শত মানুষ জীবন কাটাচ্ছেন এভাবেই। তবে, এর পেছনে থাকা কারণটি জানলে শিউরে উঠবেন যে কেউই।
Agence France Presse অনুযায়ী জানা গিয়েছে যে, আফগানিস্তানের হেরাত শহরের কাছে একটি গ্রাম রয়েছে। এর নাম শেনশাইবা বাজার। এই গ্রামটিই বর্তমানে আলোচনার শীর্ষে উঠে এসেছে এখানকার বাসিন্দাদের একটি কিডনি থাকার কারণে। অনেকেই এই গ্রামকে “একটি কিডনির গ্রাম” হিসেবেও অভিহিত করেন।
তবে, আপনি যদি এই কিডনি না থাকার বিষয়টিকে নিছকই শারীরিক বিকৃতি হিসেবে মনে করেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আসলে এখানকার বাসিন্দারা খাদ্যের সংস্থান করতেই নিজেদের কিডনি বিক্রি করতে বাধ্য হন। অর্থাৎ, আফগানিস্তানের এই গ্রামের মানুষ অত্যন্ত দারিদ্র্যতার কারণে এতটাই অসহায় যে, তাঁরা নিজেদের কিডনি বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ থেকে দিন গুজরান করেন।
মূলত, তালিবানি শাসন আসার পর এখানকার মানুষরা আরও দুর্দশায় ভুগছেন। এই কারণেই তাঁদের কাছে পরিবারের ভরণপোষণ করাও খুবই কঠিন হয়ে পড়েছে। যার ফলে পরিবারের সদস্যদের কথা ভেবেই অনেকে নিজেদের একটি কিডনি বিক্রি করে দেন। অর্থাৎ, কার্যত জীবন বাজি রেখেই এই সিদ্ধান্ত নিতে হয় তাঁদের।
এদিকে, এই কিডনি বিক্রি নিয়েও “কালোবাজারি”র শিকার হতে হয় অনেককেই। একজন অধিবাসী এই প্রসঙ্গে জানিয়েছেন যে, এখানকার মানুষদের কাছে এটি অত্যন্ত সাধারণ ব্যাপার। এমনকি, নারী-পুরুষ উভয়েই কিডনি বিক্রি করেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও, একটি কিডনি বিক্রি করে প্রায় আড়াই লক্ষ টাকা পাওয়া যায় বলেও জানা গিয়েছে।