আচমকাই বিস্ফোরণ, আহত মা ও ১১ বছরের ছেলে! বোমা ফেটেই এই কাণ্ড, অভিযোগ স্থানীয়দের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। কানে ভেসে এলো আর্তনাদের কণ্ঠ। চারিদিক ছেয়ে গেলো ধোঁয়ায়। ঘটনায় গুরুতর আহত হয়েছে মা ও ছেলে। চলছে চিকিৎসা।

ঘটনাটি, উত্তর ২৪ পরগনার। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat)। মঙ্গলবার দুপুর ১২.২০ নাগাদ বিকট শব্দে কম্পিত হয়ে উঠল রবিউল ইসলামের বাড়ি। বিস্ফোরণের ফলে মাথায় ও হাতে গুরুতর আঘাত পেয়েছে ১১ বছরের নাবালক রাকিবুল। বিস্ফোরণের সময় ছেলের কাছেই ছিলেন মা ফুলিয়া খাতুন। গুরুতরভাবে আহত হয়েছেন তিনিও। জানা গিয়েছে বাঁ পায়ের হাঁটুর কাছে গভীর আঘাত পেয়েছে ফুলিয়া খাতুন।

বাড়ির মালিক নালিকুল রবিউল ইসলাম, পেশায় একজন গাড়িচালক। দুর্ঘটনার সময় বাড়ি ছিলেন না তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নাঘরে বিস্ফোরণের ঘটনাটি হয়। আপাতত গুরুতর জখম অবস্থায় চিকিৎসারত রবিউলের স্ত্রী ফুলিয়া খাতুন ও ষষ্ঠ শ্রেণিতে পড়া নাবালক ছেলে। স্থানীয় বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই। তবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তারা।

bomb blast3

তবে বিস্ফোরণের কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। পরিবারের সদস্যদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি ঘটেছে। অন্যদিকে গ্রামের বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার নয়, বোমা ফেটে আহত হয়েছে মা-ছেলে। পঞ্চায়েত ভোট উপলক্ষে রবিউলের বাড়িতে বোমা মজুত করা হচ্ছিল। সেই বোমা ফাটায় বিপত্তি ঘটে বলে উঠছে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশবাহিনী। চলছে তল্লাশি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X