বাংলাহান্ট ডেস্ক: বলা হয় মায়ের থেকে বেশি ভাল এই পৃথিবীতে আর কেউই বাসতে পারে না। মা মা-ই হয়। সন্তানের ভালর জন্য সে করতে পারে না এমন কোনও কাজ নেই। যেকোনও বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে একজন মা, শুধুমাত্র তাঁর সন্তানকে রক্ষা করার জন্য। সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। তার প্রাণের থেকে বড় মায়ের কাছে আর কিছুই নয়, এমনকি নিজের প্রাণও নয়। এই কথা বারে বারে প্রমাণ করেছেন মায়েরা। শুধুমাত্র মানুষই নয়, বন্যপ্রাণীরাও বহুবার দেখিয়েছে এই ভালবাসা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই আরও এক ভিডিও। যেখানে প্রমাণ হয়েছে এক মা ভাল্লুকের আত্মত্যাগ। সন্তানকে বাঁচানোর জন্য খোদ বনের রাজা বাঘের সামনেও রুখে দাঁড়াতে পিছপা হয়নি সে। এই ঘটনা রাজস্থানের রণথম্ভোর পার্কের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক অত্যাশ্চর্য ঘটনা। জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল এক বাঘ। এদিকে রাস্তার একপাশে সন্তানদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা ভাল্লুক।
This video captures an unexpected #clash between #Tiger & Sloth Bear in #Rajasthan’s @ranthamborepark. Just as the Tiger seems to dominate the unaware Sloth Bear, it springs at the Tiger and scares it off! #Wildlife is full of such wonders & surprises.@ParveenKaswan @WWFINDIA pic.twitter.com/bbyfP6uFuZ
— Parimal Nathwani (@mpparimal) January 21, 2020
এই সময় বাঘের সামনে থেকে রাস্তা ছেড়ে দেওয়াটাই জঙ্গলের নিয়ম। কিন্তু মা ভাল্লুক ভয় পেয়ে রাস্তা ছেড়ে দেওয়া তো দূর, উলটে তেড়ে যায় বাঘের দিকে।
জঙ্গলে রয়েছে আরও একটি নিয়ম। মায়েরা সন্তানদের বাঁচাবার জন্য অত্যধিক হিংস্র হয়ে উঠতে পারে। আর এই বিষয়টির সঙ্গে ওয়াকিবহাল বাঘও। তাই বেগতিক দেখে সেও পিছু হটতে শুরু করে। কিন্তু মা ভাল্লুকও ছাড়বার পাত্রী নয়। সে সমানে তাড়া করে গিয়ে বাঘটিকে এলাকা ছাড়তে বাধ্য করে।
পরিমল নাধওয়ানি নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। মা ভাল্লুকের এই সাহস দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরাও। প্রশংসাও করেছেন তাঁরা।