মেয়েকে ধর্ষণ করার প্রচেষ্টা, সন্তানকে বাঁচাতে নিজের প্রেমিকের পুরুষাঙ্গ কেটে ফেললেন মা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাত্র ১৪ বছরের সদ্য কিশোরী একটি মেয়েকে ধর্ষন করার চেষ্টা করেছিল তার মায়ের যুবক প্রেমিক । ৩২ বছর বয়সী এই প্রেমিক কে তার লিঙ্গ কেটে দিয়ে শাস্তি দিল কিশোরীর মা। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কিশোরীর জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা গ্রাম জুড়ে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের খেড়ি অঞ্চলে । সংবাদ সুত্রে জানা গেছে , ওই কিশোরীর মায়ের বয়স ৩৬ বছর , এবং আহত যুবকের বয়স ৩২ বছর । তারা একে অপরের প্রেমিক – প্রেমিকা তথা লিভ ইন পার্টনারও বটে। তাদের সাথেই থাকতেন যুবতীর ১৪ বছরের কিশোরী কন্যা।

পুলিশ সূত্রে খবর , ঘটনার দিন কোনো কাজে বাইরে গেছিলেন যুবতী এবং বাড়ি ফিরতেই তিনি চমকে যান তার লিভ ইন পার্টনারের কার্যকলাপ দেখে । সেইসময় অভিযুক্ত যুবক বলপূর্বক ধর্ষনের চেষ্টা করছিলেন তারই মেয়েকে । নিজের চোখে এই ঘটনা দেখার পর রাগে ঝাঁপিয়ে পড়েন তিনি । মেয়েকে বাঁচাতে কেটে দেন প্রেমিকের লিঙ্গ ।

পুলিশের কাছে মহিলা স্বীকার করেন যে তার প্রেমিকের কুকর্ম দেখে ফেলায় তার ওপরেও জোর জবরদস্তির চেষ্টা করে ওই যুবক। তারপরেই কিছু না পেয়ে আতঙ্কে তিনি রান্নাঘর থেকে নিয়ে আসেন ছুরি এবং তাকে শাস্তি স্বরূপ তার লিঙ্গই কেটে দেন তিনি।

তিনি জানিয়েছেন, “ভাগ্যিস ওই সময়ে আমি বাড়ি ফিরে এসেছিলাম। এই নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”মহিলার কথায়, এর আগে তার স্বামী তার ওপর মদ্যপ হয়ে অত্যাচার করতেন। তাই তিনি এই যুবকের সাথে লিভ ইন সম্পর্কে আসেন।

গত বুধবার এই ঘটনার জেরে রীতিমত হতবাক সবাই। আপাতত অভিযুক্ত যুবক লখনৌতে একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি থাকলেও তাকে খুব শীঘ্রই গ্রেফতার করে জেল হেফাজতে নেওয়া হবে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X