বাংলা হান্ট ডেস্ক: প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Banerjee) মা প্রফেসর নির্মলা বন্দ্যোপাধ্যায় (Nirmala Banerjee)। শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার সকালেই কলকাতায় ফিরে হাসপাতালে যান অভিজিৎ (Abhijit Vinayak Banerjee)। তারপরেই তাঁর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘অধ্যাপিকা তথা নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনি। আমি গতকাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।’
এরই পাশাপাশি মমতা জানান, ‘সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স’-এ অর্থনীতির অধ্যাপিকা ছিলেন নির্মলা। ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স’-এ পড়াশোনা করেছেন তিনি। তাঁর স্বামী প্রয়াত দীপক বন্দ্যোপাধ্যায়ও প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক ছিলেন। মমতা জানান, ‘নির্মলাদির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল।’ উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেয় নির্মলা দেবীকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মিনিট ছিলেনও সেখানে তিনি। পরে রাজভবনে তিনি জানান, ‘নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা ক্রিটিকাল ক্রিটিকাল অ্যান্ড ক্রিটিকাল। প্রার্থনা করছি।’
পরিবার সূত্রে খবর, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা। তারপর থেকেই একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি।