বাংলাহান্ট ডেস্ক: বলা হয় মায়ের (mother) থেকে বেশি ভাল এই পৃথিবীতে আর কেউই বাসতে পারে না। মা মা-ই হয়। সন্তানের ভালর জন্য সে করতে পারে না এমন কোনও কাজ নেই। যেকোনও বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে একজন মা, শুধুমাত্র তাঁর সন্তানকে রক্ষা করার জন্য। সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। তার প্রাণের থেকে বড় মায়ের কাছে আর কিছুই নয়, এমনকি নিজের প্রাণও নয়। এই কথা বারে বারে প্রমাণ করেছেন মায়েরা।
সম্প্রতি এমনই একটি ভিডিও (video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা গিয়েছে সাপ (snake) ও ইঁদুরের (rat) অসম লড়াই। খাদ্য ও খাদকের লড়াই হলে সাধারন ভাবে জয় হয় খাদকেরই। সেটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বহু সময় এই চিরাচরিত নিয়মেরও পরিবর্তন ঘটে।
এই ভিডিও সেরকমই। ভিডিওতে দেখা গিয়েছে ছানাকে বাঁচতে সাপের সঙ্গে মরণপন লড়াই চালাচ্ছে মা ইঁদুর। তার ছোট্ট ছানাকে মুখে নিয়ে পালাচ্ছে একটি সাপ। সন্তানকে রক্ষা করতে সাপের লেজ কামড়ে টানাটানি শুরু করে মা ইঁদুর। সাপটি বহুবার লেজের ঝটকা দিলেও কামড় সে ছাড়ে না।
শেষপর্যন্ত সাপটি বাধ্য হয় ইঁদুর ছানাটিকে ফেলে পিঠটান দিতে। এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ভারতীয় বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাপটিকে আর দেখা যায়নি। ইঁদুরের তাড়া খেয়ে খুবই লজ্জিত ছিল সম্ভবত। কিন্তু মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। পৃথিবীতে মায়ের মমতা সবথেকে বড় অস্ত্র।’
https://twitter.com/susantananda3/status/1266556231835103233?s=19
৪১ সেকেন্ডের এই ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও নানান রকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, কারওর শক্তিকেই ছোট করে দেখা উচিত নয়। আরেকজন লিখেছেন, দুনিয়াতে মায়ের থেকে শক্তিশালী আর কেউ হয় না।