বাংলাহান্ট ডেস্ক: মা (mother) করোনা (corona) আক্রান্ত, হাসপাতালে ভর্তি। তাই ছোট্ট চার মাসের সন্তানের জন্য উদ্যোগ নিয়ে ১৫ লিটার বুকের দুধ (breast milk) পৌঁছে দিলেন অন্য মায়েরা। লকডাউনের পরিস্থিতিতে এমনই নজিরবিহীন ঘটনা বাস্তব করে দেখিয়েছে হংকংয়ের এক সোশ্যাল মিডিয়া গ্রুপ।
ক্যাথরিন কোসাসি করোনা আক্রান্ত। করোনা ধরা পড়ার পর থেকেই হাসপাতালে ভর্তি তিনি। এদিকে তাঁর বাড়িতে রয়েছে ছোট চার মাসের সন্তান। বাবার সঙ্গে সে গৃহবন্দি। কিন্তু বুকের দুধ ছাড়া অন্য কোনও দুধ খাওয়ানো সম্ভব নয় তাকে। কারন শিশুটির দেহে রয়েছে অ্যালার্জির লক্ষণ।
এমতাবস্থায় কি করা যায়, উপায় বাতলালো হংকংয়ের একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ। ‘হংকং ব্রেস্টফিডিং’ নামে ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যাকফার্লেন ও অন্যান্য মায়েরা পরামর্শ দিলেন বুকের দুধ প্যাকেটজাত করে ওই শিশুর কাছে পৌঁছে দেওয়া যায়।
সব মায়েদের কাছ থেকে বুকের দুধ সংগ্রহ করা হল। এক ব্যক্তি বাইকে করে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করলেন দুধ। মোট ১৫ লিটার দুধ সংগ্রহ করা হয়।
সেই প্যাকেটজাত দুধ ফ্রোজেন অবস্থায় রাখা হয়। আগামী দু সপ্তাহের জন্য ওই শিশুর খাবার দুধের যোগান হয় এভাবেই।
শিশুর মা ক্যাথরিন ধন্যবাদ জানিয়েছেন ওই সব মায়েদের। আবেগঘন ক্যাথরিন বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না সব মায়েরা আমার সন্তানের জন্য দুধ দিয়েছেন।” তবে মায়ের বুকের দুধের মধ্যে দিয়ে সন্তানের শরীরে করোনা সংক্রমণ হচ্ছে এমন কোনও তথ্য দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তাও মায়েদের এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে হু।