মায়ের ভালোবাসাঃ বিড়াল ছানাকে মৃাতস্নেহে দুধ খাওয়াচ্ছে নার্স কুকুর, ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় প্রতিদিনই নানা ধরণের ভিডিও ভাইরাল (video viral) হতে দেখা যায়। যা কখনও আনন্দদায়ক, আবার কখনও বেদনাদায়ক, আবার কখনও কোন ভিডিও চোখে জল এনে দেয় নেটপাড়ার বাসিন্দাদের। আজ সেরকমই একটি ভিডিওর বিষয়ে বিষয়ে আলোচনা করব, যা দেখে আবেগান্বিত হয়ে পড়েছে নেটিজনরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বিড়াল ছানাকে মাতৃস্নেহ দিচ্ছে এক নার্স কুকুর। ঠিক যেমন মা বিড়াল, তাঁর সন্তানকে দুধ খাওয়ায়, এই নার্স কুকুরটিও (nursing dog) বিড়াল ছানাটিকে (kitten) সেই একইভাবে দুধ খাওয়াচ্ছে। জানা গিয়েছে, ভিডিওটি নাইজেরিয়ায় কোন এক প্রত্যন্ত গ্রামের। যেখানে এক বিড়াল ছানাকে মায়ের আদর যত্ন দিচ্ছে এক নার্স কুকুর।

স্যোশাল মিডিয়ায় এই আবেগান্বিত ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ৪ লক্ষরেও বেশি মানুষ সেই ভিডিওটি দেখে নেয়। ভিডিওটিতে লাইক পড়ে ২ হাজারেরও বেশি এবং ভিডিওটি রিট্যুইট করে প্রায় ৪৫০ জনেরও বেশি মানুষ।

ভিডিও দেখে প্যাট্রিক লেনি নামে এক ট্যুইটার ইউজার লিখেছেন, ‘সত্যই সুন্দর দৃশ্য’।

অপর এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘মায়ের ভালোবাসা’।

Smita Hari

সম্পর্কিত খবর