বাংলা হান্ট ডেস্ক : হালকা ফোন, ভালো ফিচার এবং দাম হিসেবে পকেটের জন্য স্বাস্থ্যকর। এমন ফোন কে না কিনতে চায়। তাই আপনাদের জন্য Motorola নিয়ে এসেছে কম বাজেটে একটি ভালো ফোন। আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। চলুন দেখেনি।
কয়েকদিন থেকেই চলছে ফ্লিপকার্টে (Flipkart) উইন্টার ডেজ সেল। আপনি যদি মটোরোলা কোম্পানির ফোন কিনতে চান তাহলে, Motorola Edge 40 Neo কিনতে পারেন। কারণ এই ফোনটি আপনি অফারে ১৭% ছাড়ে পেয়ে যাবেন। এখনও পর্যন্ত ফ্লিপকার্টে এই অফারটি স্থায়ী রয়েছে।
আপনারা এই ফোনের ফিচার পড়লে হয়তো অবাক হবেন। মটোরোলা এজ ৪০ নিও-তে রয়েছে, ৬.৫৫ ইঞ্চি HD+poLED ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। এছাড়া ব্রাইটনেস রয়েছে ১৩০০ নিট পিক এবং HD10+ সাপোর্ট। এই ফোনের প্রসেসরটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর দ্বারা চালিত হয়। তাছাড়া এই ফোনের স্টোরেজ (Storage) ১২ জিবি RAM + ২৫৬ জিবি এবং ৮ জিবি RAM+ ১২৮ জিবি রয়েছে। তিনটি রঙে এই ফোনটি পাওয়া যাবে, সেগুলি হল, ক্যানেল বে, ব্ল্যাক বিউটি এবং সোথিং সি। এটিতে টাইপ-সি চার্জার, ডুয়াল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস অডিও, এনএফসি সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়াই-ফাই ৬ই রয়েছে।
এই ফোনের সাহায্যে উচ্চমানের ফটো ক্যাপচার করতে পারবেন আপনারা। শুধু এখানেই শেষ না এটিতে আপনারা ভিডিও শুটও ভালো করতে পারবেন। এই ফোনের পিছনে ম্যাক্রো ভিশন সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (Ultra wide angle lens) রয়েছে। আর ফ্রন্টে রয়েছে, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (32 megapixel front camera)। এটিতে ৬৮ ওয়াট সহ ফাস্ট চার্জিং (Fast Charging) এবং ৫,০০০ এমএএইচ (mAh) ব্যাটারিও রয়েছে।
এই ফোনটি আপনারা ফ্লিপকার্টে ১৭% ছাড়ে পেয়ে যাবেন। এই ফোনটির আসল দাম ২৭,৯৯৯ টাকা। তবে ৫০০০ টাকা ডিসকাউন্ট অফারে ফোনটির দাম ২২,৯৯৯ টাকা। তাছাড়া পুরোনো ফোন এক্সচেঞ্জ করে আপনি সর্বোচ্চ ১৭,০৫০ টাকায় পেতে পারেন। তাই আর দেরি না করে অর্ডার (Order) টা দিয়ে ফেলুন।