বই হাতে হট অবতারে ছবি পোস্ট করলেন মৌনী রায়, মুহূর্তেই হলো লাইকের বন্যা !

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এথনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

Mouni Roy 2 1

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে প্রায়ই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন মৌনি। সেখানকার প্রচুর ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। কোনও ছবিতে দেখা গিয়েছে উন্মুক্ত পিঠে সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছেন। আবার কখনও সমুদ্রের নীল জলে স্কুবা ডাইভিং করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/B8s-6sCp8Wr/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8s-2uvJ1ls/?utm_source=ig_web_copy_link

তবে এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ছবি শেয়ার করেছেন মৌনি। সেখানে দেখা গিয়েছে বই হাতে নিয়ে বসে রয়েছেন তিনি। সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন একটি দার্শনিক প্রশ্ন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “A philosophical question: if a tree falls in a forest and no one is around to hear it , does it make a sound? And if a woman who’s wholly alone occasionally talks to a pot plant, is she certifiable?” A January pick that went on to February because of my indulgence into thoughts unneeded has turned out to be a wonderful read. ELEANOR OLIPHANT is completely fine; so is US ALL”। আসলে এলিয়ানর অলিফ্যান্ট বইটি পড়ছেন মৌনি। সেই প্রসঙ্গে তাঁর যে চিন্তাধারা সেটাই নিজের পোস্টের ক্যাপশনের মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

https://www.instagram.com/p/B8qsuN3JEuB/?utm_source=ig_web_copy_link

মৌনির এই পোস্টটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, সৌন্দর্য্যের সঙ্গে সঙ্গে যথেষ্ট বুদ্ধিও ধরেন তিনি। প্রশংসার বন্যা বয়ে গিয়েছে মৌনির পোস্টে। ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। প্রসঙ্গত, এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন মৌনি রায়। তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। এর আগে মেড ইন চায়না ছবিতে দেখা গিয়েছিল মৌনিকে। তাঁর বিপরীতে ছিলেন রাজকুমার রাও।

Niranjana Nag

সম্পর্কিত খবর