রাজনীতি পরে করা যাবে, আগে সবাই বাঁচুক, জলমগ্ন ঘাটালে মানুষের পাশে দেব

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা, তেমনি অন্যদিকে উপকূলবর্তী এলাকা গুলির অবস্থাও যথেষ্ট সঙ্গীন। বিশেষত দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভয়ঙ্কর খারাপ পরিস্থিতিতে রয়েছেন মানুষ। ইয়াসের তাণ্ডবে রীতিমতো তছনছ হয়ে গিয়েছিল বাংলার এই চারটি জেলা। কিন্তু সেই ধ্বংসের স্মৃতি কাটতে না কাটতেই ঘূর্ণাবর্তের কারণে কয়েক দিন যাবত শুরু হয়েছে টানা বৃষ্টি। যার জেরে এখন রীতিমতো জলমগ্ন বিভিন্ন এলাকা। সেই এলাকার পরিস্থিতি ঘুরে দেখে মানুষের পাশে দাঁড়াতেই এবার এগিয়ে এলেন সাংসদ তথা অভিনেতা দেব।

এর আগেও বহুবার মানুষের পাশে তার মত করে পৌঁছানোর চেষ্টা করেছেন এই অভিনেতা। এমনকি কোভিড কালেও মানুষের দিকে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আজও সেভাবেই এলাকা পরিদর্শনে ঘাটালের মনসুখায় পৌঁছান তৃণমূলের এই সাংসদ।

কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ভেঙে গিয়েছে এলাকার একটি সেতু। এদিন তার সাথে ছিলেন জেলাশাসক রশ্মি কোমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের-সহ সভাধিপতি অজিত মাইতি। জলমগ্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি এদিন স্থানীয় মানুষজনের সাথেও কথা বলেন এই অভিনেতা। তুলে দেন ত্রাণ সামগ্রীও।

dev9i 1612364239

 

তার স্পষ্ট বার্তা, “এখন রাজনীতির সময় নয়। সব বিষয়ে রাজনীতি করলে মানুষের রাজনীতি থেকে বিশ্বাস উঠে যাবে। অনেক কিছুই বলতে পারতাম। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে অনেক বার চিঠি পাঠিয়েছি। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। কিন্তু এখন লক্ষ্য, মানুষকে কী ভাবে বাঁচিয়ে রাখব।”

তিনি আশ্বাস দেন যে বাড়িগুলি ভেঙে পড়েছে তার তালিকা তৈরি করে শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। সাথে সাথেই এদিন মহকুমাশাসকের দপ্তরে বসে একটি বৈঠক করেন দেব। জানানো হয়েছে এই বৈঠকের মূল বিষয় ছিল বৃষ্টিবিঘ্নিত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করে তোলা এবং যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া। তিনি এও বলেন, মানুষের এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। তবুও আপাতত তারা ত্রাণ শিবিরে রয়েছেন। আগে এই পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করা প্রয়োজন।

 


Abhirup Das

সম্পর্কিত খবর