বাংলা হান্ট ডেস্ক: সারদাকাণ্ড নিয়ে বারবার তৎপরতা দেখিয়ে এসেছে সিবিআই, এবার তাদের পায়ে পা মেলালো এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি)-ও। তৃণমূলের লোকসভা সাংসদ শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলো তারা। আগামী ১২ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে শতাব্দি কে।
সূত্রে খবর, এদিন বীরভূমের দু’বারের সাংসদ শতাব্দী রায়কে বেলা ১২ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তদন্তকারীরা খোঁজ পেয়েছেন, সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এই তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয় তাঁর। কী কারণে এই আর্থিক লেনদেন? তা জানতেই তলব করা হলো শতাব্দীকে। এর আগেও তাকে সারদা চিটফান্ড কান্ডে আর্থিক দুর্নীতির মামলায় ডাকা হয়।
গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠ। তদন্তকারীদের দাবি সারদা কাণ্ডের সাথে যোগ রয়েছে শুভাপ্রসন্নের।