বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের আগে বঙ্গ বিজেপির নির্বাচনী সুর বেঁধে দিতে বাংলায় পা পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্গাপুরে তাঁর জনসভা ঘিরে গত কয়েকদিন ধরেই প্রস্তুতি ছিল তুঙ্গে। বিহারে জনসভা সেরে সোজা দুর্গাপুরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এই হাই ভোল্টেজ জনসভাকে ঘিরে প্রচুর মানুষের জমায়েতের সম্ভাবনা ছিল আগে থেকেই। উপরন্তু অন্ডাল বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত যাওয়ার সময় প্রধানমন্ত্রীর কনভয় দেখতেও রাস্তার পাশে উপচে পড়েছে মানুষের ভিড়। এদিকে ট্রাফিক সামলাতে রাস্তায় নামতে হল খোদ সাংসদ সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়েই হাইওয়েতে ট্রাফিক সামলাতে দেখা গেল তাঁকে।
মোদীর সভার আগে ট্রাফিক সামলাতে রাস্তায় নামলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)
দুর্গাপুরে মোদীর (Narendra Modi) জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা ছিলই। আর তার জেরে যানজট যেন না হয় সেদিকে সতর্ক থাকার কথা ছিল পুলিশ প্রশাসনের। উল্লেখ্য, এদিন জনসভার পাশাপাশি বেশ কয়েক কিমি রাস্তা রোড শোয়ের কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁকে দেখতে এবং তাঁর ভাষণ শুনতে বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় নেমেছেন সমর্থকেরা।
হাইওয়েতে ট্রাফিক সামলাতে হল সাংসদকে: এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় মাঝে মাঝেই ঝেঁপে নামছে বৃষ্টি। সেই মুষলধারায় বৃষ্টির মধ্যেই হাইওয়েতে ট্রাফিক সামলাতে নামতে হল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাত ছাতা ধরেই হাইওয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তিনি। এই আবহেই প্রশাসনের দায়িত্ব নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
আরও পড়ুন : নবান্ন অভিযানের জন্য বিশেষ ওয়েবসাইট, ৯ অগাস্ট ৫ লক্ষ মানুষকে নিয়ে পথে নামার হুঙ্কার শুভেন্দুর
শুরু হয়েছে প্রধানমন্ত্রীর জনসভা: উল্লেখ্য, শুক্রবার দুর্গাপুরের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভার। সভায় বক্তব্য রাখার আগে সরকারি অনুষ্ঠানে তেল ও গ্যাস, বিদ্যুৎ, সড়ক, রেলের মতো বিভিন্ন খাতে ৫০০০ কোটি টাকারও বেশি মূল্যে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
আরও পড়ুন : ফুলস্পিডে ছুটছিল ট্রেন, হঠাৎ কেঁপে উঠল বগি! ৪ জন শিশুর জন্য যে বিপদ ঘটল বন্দে ভারতে…
মোদীর এই জনসভার দিকে চোখ রয়েছে গোটা রাজনৈতিক মহলের। বাংলার বিধানসভাকে পাখির চোখ করে এদিন বঙ্গ বিজেপিকে কোন মন্ত্র দেন তিনি তা জানার অপেক্ষাতেই রয়েছেন সকলে।