বাংলা হান্ট ডেস্কঃ “আমরা চা খাবো না? খাবো না আমরা চা?” লকডাউনের একদম আদিপর্বে ভাইরাল ভিডিওতে উঠে আসা এই লাইনটি মনে আছে নিশ্চয়ই। তখনও করোনা সম্পর্কে এতটা ধারণা ছিলনা মানুষজনের। এই ভাইরাস যে এত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে তা হয়তো ভাবতে পারেননি অনেকেই। সেই সময় কার্ফু উপেক্ষা করে রাস্তায় চা খেতে বেরিয়েছিলেন দুই ব্যক্তি।
এক মহিলার ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য, কার্ফু থাকা সত্ত্বেও তারা কেন এভাবে বাইরে বেরিয়েছেন তা জানতে চাইলে তাদের মধ্যেই বয়স্ক একজন বলেন, “আমরা চা খাবো না? খাবো না আমরা চা?” তার এই সরল মনের আর্জি রীতিমতো মন ছুঁয়ে যায় সকলের। এরপরে ফের ভাইরাল হওয়া একটি ভিডিওতে সামনে আসে তার আসল পরিচয়। চা কাকু নামে পরিচিত এই মৃদুল দেব, আসলে একজন ঠিকা শ্রমিক।
দক্ষিণ কলকাতার বিজয়গর অঞ্চলে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াতেন তিনি। কিন্তু লকডাউনে তার কাজ চলে যায়। এরপর অবশ্য মৃদুলবাবুর জন্য সমব্যথী হয়ে পড়ে সকলেই। এমনকি সৌরভ গাঙ্গুলী পর্যন্ত ছুটে আসেন তাকে সাহায্য করতে। সমাজের এই ঋণ অবশ্য সুদে-আসলে পুষিয়ে দিয়েছেন মৃদুলবাবুও। প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ কোভিডে সব সময় ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন তিনি।
এবার সেই চা কাকু মৃদুলবাবুই ফের একবার উঠে এলেন খবরের শিরোনামে। তবে না নিয়ম ভঙ্গ করে নয়, সবার প্রিয় চা কাকু এখন খুলেছেন চায়ের দোকানই। অর্থাৎ এবার অন্য দোকানে চা খেতে যাবেন না তিনি বরং চা খাওয়াবেন সকলকে। তার এই দোকানের আজ ছিল শুভ উদ্বোধন। নেটিজেনরাও এখন রীতিমতো শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।