CSK শিবির আর মানে না ধোনির নেওয়া সিদ্ধান্ত! শেষ কথা বলেন কে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) পরপর তিন ম্যাচে জয় না পাওয়ার ধাক্কা কাটিয়ে ফের একবার জয়ের মুখ দেখেছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বাই ইন্ডিয়ান্স কে ১৩ বছর পর নিজেদের ঘরের মাটিতে হারাতে পেরেছে সিএসকে। আর এই জন্য আজকে অনেকটাই কৃতিত্ব প্রাপ্য সিএসকের পেস বোলারদের এবং মূলত মাথিশা পাথরিনার। ধোনির নেতৃত্বে যেন প্রতিদিন আরও বেশি করে তীক্ষ্ণ হয়ে উঠছেন শ্রীলঙ্কার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্ত এই ক্রিকেটার।

তবে ম্যাচ শেষে মহেন্দ্র সিংহ ধোনি জানিয়েছেন আজ জিতে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এই সিদ্ধান্তের পেছনে তার কোনও অবদান নেই। তিনি ড্রেসিংরুমে আলোচনা করার সময় চেয়েছিলেন প্রথমে ব্যাটিং করে নিতে। কিন্তু টিমের কোচ সহ আরো কিছু সাপোর্ট স্টাফ তাকে এটা বুঝিয়েছিলেন যে পরের দিকে বৃষ্টি নামতে পারে এবং সেক্ষেত্রে রান তাড়া করলে তাদেরই সুবিধা হবে। ধোনি ইচ্ছা না থাকলেও তাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টসে জিতে।

দলের ভিতর ধোনির সিদ্ধান্ত শোনা হচ্ছে না শুনে কিছুটা আশ্চর্যই হয়েছিলেন ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। তিনি ধোনিকে প্রশ্ন করেন যে এটা কি আগেও হয়েছে নাকি বর্তমানে ধোনির কেরিয়ার সংক্ষিপ্ত হয়ে আসছে বলে এমনটা করা হচ্ছে। জবাবে ধোনি বলেন যে তার দলের মূল শক্তি হলো এটা যে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।

angry dhoni

আজ টসে যেতেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। আজ সিএসকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সূর্যকুমার যাদব (২২) এবং ট্রিস্টান স্টাবস (২০) কিছুটা লড়াই করেন। কিন্তু মূলত নেহাল ওয়াদেরার ৫১ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে ১৪০ রানের টার্গেট সিএসকের সামনে রাখতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু সেটা একেবারেই যথেষ্ট ছিল না। ডেথ ওভারগুলিতে বল করতে এসে নিজের ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে মুম্বাইকে ১৫০ রান তোলা থেকে আটকান তিনি।

এরপর রান তারা করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন রুতুরাজ গায়কোয়াড। ১৬ বলে ৩০ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে শুরুতেই মুম্বাইকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। তারপর অবশ্য পীযূষ চাওলার চেষ্টায় ম্যাচে কিছুটা ফেরার চেষ্টা করেছিল রোহিতরা। কিন্তু কনওয়ে (৪৪), রাহানে (২১) এবং শিবম দুবে (২৬) ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে দেন। শেষ থেকে ব্যাট করতে নেমে উইনিং শটটি আসে ধোনির ব্যাট থেকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর