বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে রাজস্থান রয়েলসকে হারিয়েছে ধোনির চেন্নাই। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে চেন্নাই সুপার কিংস।
প্রথমে ব্যাটিং করতে এছে নির্ধারিত কুড়ি ওভার শেষে 188 রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে 143 রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস, 45 রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস। তবে এইদিন চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতলেও ফের ব্যাট হাতে হতাশ করলেন মহেন্দ্র সিং ধোনি। 17 বলে মাত্র 18 রানের ইনিংস খেলেই প্যাবিলিয়নে ফিরে গেলেন তিনি।
Full length dive by MS Dhoni, just reached down on time. pic.twitter.com/X04IhtECDs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 19, 2021
39 years young Dhoni
pic.twitter.com/EHdqfvYKOn
— Madan Gowri (@madan3) April 19, 2021
তবে এইদিন ধোনি ব্যাট হাতে ব্যর্থ হলেও চেন্নাই ম্যাচ জেতার পরই ইনস্টাগ্রামে ধোনিকে নিয়ে আলোচনা শুরু হয়। ম্যাচ চলাকালীন রান নেওয়ার সময় রান আউট থেকে বাঁচার জন্য দারুণ ড্রাইভ মারেন ধোনি। তারপর থেকেই ধোনিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে টুইটারে। অনেকেই এই বয়সে এসেও ধোনির এমন ড্রাইভ মারার প্রশংসা করেছেন।
Hey Riyan Parag, I'm your fan but
wHaT are YoU doing here?! #CSKvRR pic.twitter.com/lXuQpsGwbt
— ɯlse (@pitchinginline) April 19, 2021
Riyan Parag pulls out that ball again. Dude
#CSKvRR pic.twitter.com/q2s1tDtmn9
— CC is the
(@rantworld101) April 19, 2021
অন্যদিকে নিজের বোলিং অ্যাকশনের জন্য ম্যাচ শেষে টুইটারে ট্রোল হলেন রিয়ান পরাগ। রিয়ান পরাগের বোলিং অ্যাকশন নিয়ে টুইটারে একাধিক মিমস বানানো হয়েছে যা দেখে হাসি থামাতে পারছেনা নেটনাগরিকরা।