ধোনির CSK-র হাত ধরে IPL ছুঁয়ে ফেলবে ১০০০ ম্যাচের গন্ডি! জানুন কে হবে প্রতিপক্ষ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর বাকি মাত্র একটা মাস। তারপরেই আরম্ভ হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম সংস্করণ। আইপিএল ২০২৩ (IPL 2023) খুবই বিশেষ হতে চলেছে ভারত তথা গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে। কারণ মাঝে বেশ কিছু বছর বন্ধ থাকার পর আবার চালু হতে চলেছে হোম এবং অ্যাওয়ে ফরম্যাট। করোনার কারণে গত তিন বছরে এমনটা করা সম্ভব হয়নি আইপিএল গভর্নিং বডির পক্ষে। স্বাভাবিকভাবেই প্রতিটি দলের ভক্তরা উন্মুখ হয়ে আছেন আবার নিজের দলকে নিজেদের স্টেডিয়ামে বসে সাপোর্ট করতে পারার সুযোগ পেয়ে।

চলতি সংস্করণে এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ একটি বিশেষ মাইলফলক স্পর্শ করবে। গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের ১০০০ তম ম্যাচটি আয়োজিত হবে এই সংস্কৃরণ চলাকালীনই। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা আইপিএলে একাধিক রেকর্ড করে গেছেন যা চিরকাল তাদের অমর করে রাখবে। কিন্তু এবার রেকর্ড করার পালা স্বয়ং আইপিএলের।

কিন্তু কোন দুই দলের মধ্যে আয়োজিত হবে এই ১০০০ তম টি-টোয়েন্টি লিগ ম্যাচটি। আইপিএল গভর্নিং বডি অত্যন্ত ভেবেচিন্তে এই সুচি তৈরি করেছে এবং ওই সূচি বলছে যে আইপিএলের ১০০০ তম ম্যাচটি আয়োজিত হবে চেন্নাইয়ের চিপকে। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) এটি সম্ভবত শেষ আইপিএল হতে চলেছে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে। তাই তাকে এই মাইল ফলক ছোঁয়া ম্যাচে মাঠে রাখতে চেয়েছে কর্তৃপক্ষ।

csk

এই ম্যাচটি আয়োজিত হবে ৬ই মে লিগ পর্ব চলাকালীন। আর এই ম্যাচে চারবার আইপিএল জয়ী সিএসকে (CSK) দলের মুখোমুখি হবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল, রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অত্যন্ত ভেবেচিন্তেই এই সূচি সাজানো হয়েছে যাতে ১০০০ তম ম্যাচে আইপিএলের দুই সবচেয়ে সফল দল একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পায় এবং মুহুর্তটি চির স্মরণীয় হয়ে থাকে।

এছাড়া মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের। এরপর চেন্নাই সুপার কিংসের নিজেদের শেষ হোম ম্যাচটি খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। নাইটদের বিরুদ্ধে চিপকের ভক্তদের সামনে নিজের শেষটা স্মরণীয় করে রাখতে চাইবেন ক্যাপ্টেন কুল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর