IPL-এর আগামী মরশুমের আগেই বড় সিদ্ধান্ত ধোনির! রাখঢাক না রেখে কী জানালেন মাহি?

Published on:

Published on:

MS Dhoni gave a big response this time.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বেশ কয়েকবছর হল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যদিও, IPL-এ খেলতে দেখা যায় তাঁকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি মরশুম শুরু হওয়ার আগে “ক্যাপ্টেন কুল” অবসর ঘোষণা করবেন কিনা তা নিয়ে ভক্তদের হৃদস্পন্দন বেড়ে যায়। তবে, প্রতিবারই মহেন্দ্র সিং ধোনি এই প্রশ্নটি এড়িয়ে যান। এবারও তিনি একই কাজ করেছেন। নতুন মরশুম শুরুর আগে তিনি একটি বড় ঘোষণা করেছেন। ধোনি জানিয়েছেন যে, পরের মরশুমে রুতুরাজ গায়কোয়াড় দলের অধিনায়ক হিসেবে ফিরে আসবেন। উল্লেখ্য যে, গত মরশুমে রুতুরাজের চোটের কারণে ধোনি অধিনায়কত্বের দায়িত্ব নেন।

বড় প্রতিক্রিয়া দিয়েছেন ধোনি (MS Dhoni):

উল্লেখ্য যে, ২০২৫ সালের IPL-এর আগে মেগা নিলামের আবহে চেন্নাই সুপার কিংস ৪ কোটি টাকায় কিংবদন্তি ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ধরে রেখেছিল। ২০২৫ সালে, তিনি ১৪ টি লিগ ম্যাচ খেলে ১৯৬ রান করেছিলেন। এদিকে, রুতুরাজ গায়কওয়াড় চোটের সম্মুখীন হওয়ার পর ধোনি দলের নেতৃত্বও দেন। কিন্তু ৫ বারের চ্যাম্পিয়ন দলকে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের তলানিতে পড়া থেকে বাঁচাতে পারেননি।

এদিকে, ২০২৫ সালের IPL-এ CSK-র হতাশাজনক পারফরম্যান্সের পর, অনেক ভক্ত এবং প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড়রা মনে করেছিলেন যে ধোনি (MS Dhoni) আর হয়তো IPL-এ খেলবেন না। কিন্তু, ওই মরশুমে CSK-র শেষ ম্যাচের পর, ধোনি তাঁর অবসর সম্পর্কে কোনও স্পষ্ট উত্তর দেননি। তাই, ধোনির IPL খেলা নিয়ে এবারেও “সাসপেন্স” তৈরি আছে। এদিকে, ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, যখন ধোনিকে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, “আগামী ৫ বছরের জন্য আমি ক্রিকেট খেলার অনুমতি পেয়েছি। কিন্তু সমস্যা আছে, ডাক্তার শুধু চোখের জন্য অনুমতি দিয়েছেন, শরীরের জন্য নয়। কিন্তু আমি শুধু চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব না।”

আরও পড়ুন: মাত্র ১ টাকায় ১ মাসের ভ্যালিডিটি! দৈনিক ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, দুর্ধর্ষ অফার এই টেলিকম সংস্থার

গত শনিবার ধোনি (MS Dhoni) বলেন, রুতুরাজ গায়কোয়াড়ের প্রত্যাবর্তন পরবর্তী IPL-এর মরশুমে চেন্নাই সুপার কিংসের ব্যাটিংকে আরও শক্তিশালী করবে। এক ব্যক্তিগত অনুষ্ঠানে ধোনি বলেন, “আমরা আমাদের ব্যাটিং অর্ডার নিয়ে একটু চিন্তিত ছিলাম। কিন্তু আমার মনে হয় এখন আমাদের ব্যাটিং অর্ডার বেশ স্থির। রুতু (গায়কোয়াড়) ফিরে আসছে। সে চোটের সম্মুখীন ছিল। কিন্তু সে ফিরে আসছে। তাই, এখন আমরা বেশ স্থির।”

আরও পড়ুন: টোলের চিন্তা ভুলে নিশ্চিন্তে হবে সফর! মাত্র এত টাকায় “অ্যাক্টিভেট” করুন FASTag Annual Pass, জানুন পদ্ধতি

তিনি (MS Dhoni) আরও বলেন, “আমি বলব না যে আমরা (CSK) IPL ২০২৫-এ শিথিল ছিলাম। তবে কিছু ত্রুটি ছিল যা আমাদের ঠিক করতে হবে। ডিসেম্বরে একটি ছোট নিলাম সম্পন্ন হচ্ছে। কিছু ত্রুটি আছে, এবং আমরা সেগুলো ঠিক করার চেষ্টা করব।”