হাস্যকর ব্যাটিং বাংলাদেশের! ধোনির দুই শিষ্যর দাপটে চালকের আসনে শ্রীলঙ্কা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তাসের ঘরের মতো ভেঙে গেল বাংলাদেশ ব্যাটিং অর্ডার। আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং আয়োজক শ্রীলঙ্কা। আর সেই ম্যাচে টসে যেতেও হতশ্রী অবস্থা হল বাংলাদেশের। পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি তারা।

আজ মাত্র ৪২.৪ ওভারে ১৬৪ রান তুলতে গিয়ে অলআউট হয়ে গিয়েছেন সাকিব আল হাসানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিন নম্বরে ব্যাট করতে নামা বাঁ- হাতি ব্যাটার নাজমুল হাসান শান্ত। ১২২ বলে ৭ টি চার সহ ৮৯ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। তাকে বাদ দিয়ে বাংলাদেশের বাকি ব্যাটিং অর্ডারকে চূড়ান্ত হাস্যকর দেখিয়েছে।

najmul shanto

নিজে বড় রান করলেও আজ শান্তর ভুলেই অদ্ভুত ভাবে রান আউট হয় ড্রেসিংরুমে ফিরতে বাধ্য হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তেমনটা না হলে হয়তো ২০০ রানের গন্ডি অতিক্রম করতে পারতো বাংলাদেশ। শ্রীলঙ্কার বোলারদের পারফরম্যান্স ছিল অসাধারণ।

তবে বল হাতে সবচেয়ে ভালো যে দুজন বোলিং করেছেন তারা হলেন মহেন্দ্র সিংহ ধোনির শিষ্য। আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে খেলা মাথিশা পাথরিনা এবং মহেশ থিকসেনা (২/১৯) আজ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। তাদের বোলিং এর সামনে রীতিমত অসহায় দেখিয়েছে সাকিবদের।

আরও পড়ুন: নেপালের পা কেঁপেছে! রোহিত, কোহলিরা সামলাতে পারবেন তো পাকিস্তানের আগুনে বোলিং?

মহেন্দ্র সিংহ ধোনি আইপিএল চলাকালীন অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন দ্বিতীয় মালিঙ্গা বলে পরিচিত পাথরিনাকে নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত এই শ্রীলঙ্কান পেসার আজ বল হাতে নিয়েছেন ৪ উইকেট। এশিয়া কাপের বাকি অংশে তিনি অন্যান্য দল গুলির কাছে আতঙ্ক হয়ে উপস্থিত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর