অবসরের পরেও সবার অলক্ষ্যে ভারতীয় দলকে সাহায্য করে চলেছেন ধোনি

বাংলা হান্ট ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, বলা ভালো ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে কিন্তু বর্তমানে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ভারতীয় দল থেকে অবসর নিলেও সকলের অলক্ষ্যে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়াকে সাহায্য করে চলেছেন তিনি, সেটা মাঠে থেকেই হোক কিংবা মাঠের বাইরে থেকে ধোনির সাহায্য কিন্তু এখনও পাচ্ছে ভালতীয় দল।

বর্তমানে ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম নির্ভরযোগ্য বোলার হচ্ছে দীপক চাহার। আর এই দীপক চাহার এর উপত্তি চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেই ধীরে ধীরে নিজেকে তৈরি করেছে দীপক চাহার। বর্তমানে ভারতীয় দলে একাধিক তারকা জোরে বোলার রয়েছে তবে প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা। প্রত্যেকেরই নিজস্ব বোলিং করার ধরন রয়েছে।

n277190206cf5e8547af189af64788f0525b16c3e3ef08cdb5c7291b494fe08e2cbfdb15d4 1

এক সাক্ষাৎকারে দীপক চাহার বলেছেন, “ছোট থেকেই আমার স্বপ্ন ছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলা। ওর নেতৃত্বে খেলার সুযোগ পেয়েছি। ধোনির থেকে অনেক কিছু শিখেছি। ওই আমাকে একজন সাহসী বোলার করে তুলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভারেই বোলাররা রানের গতি বাড়িয়ে নেন। আর প্রথম ছয় ওভারের মধ্যে অর্থাৎ পাওয়ার প্লে-তেই ধোনি আমাকে দিয়ে তিন ওভার বোলিং করায়। অর্থাৎ ধোনিই আমাকে একজন পাওয়ার প্লে বোলার হিসেবে তৈরি করেছে।”

n280574840fa5bb31860aea41909320c9deca17376068ee842e2e63a5c6c01636ec8822cdd 1

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছ-ওভারে বোলাররা খুব বেশি বল করতে চান না। আর দীপক চাহার প্রথম ছ-ওভারে বোলিং করে শুধু রানই আটকে রাখেন না সেই সঙ্গে উইকেটও তুলে নেন। আর তাই দীপক চাহারকে পাওয়ার প্লে বোলার তৈরি করে পরোক্ষভাবে টিম ইন্ডিয়ারই সুবিধা করে দিয়েছে ধোনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর