বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর বাকি মাত্র ২১ দিন। তারপর তিন বছরের অস্বস্তি কাটিয়ে ফের সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হতে চলেছেন ক্রিকেটপ্রেমীদের অত্যন্ত প্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। করোনার আতঙ্ক কাটিয়ে আবার ২০১৯ সালের পর প্রথমবার সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হবে টুর্নামেন্টটি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং চারবার আইপিএল জয়ী মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল চেন্নাই সুপার কিংস (CSK)।
এটাই হয়তো হতে চলেছে ভারতীয় কিংবদন্তি উইকেটরক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল। এরপর হয়তো ক্যাপ্টেন কুলকে আর ক্রিকেটের ব্যাটাতে বাইশ গজে কোন অফিসিয়াল টুর্নামেন্ট বা ম্যাচ খেলতে দেখা যাবে না। তিনি নিজে যাতে শেষ টুর্নামেন্টটি স্মরণীয় করে রেখে যান, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
ইতিমধ্যে তার নেট প্র্যাকটিসের ভিডিও পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংস দলের তরফ থেকে। সেখানে ধোনিকে পরিচিত ছন্দে পাওয়া গিয়েছে। বেশ কিছু বড় ছক্কা মারতে দেখা গিয়েছে মাহিকে। পেসার বা স্পিনার কাউকেই ছেড়ে দেননি তিনি। অনুশীলন ম্যাচে যে ঝলক দেখাচ্ছেন তিনি তা যেন আইপিএলেও বজায় থাকে, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের।
Thala Update!
⏳: 1️⃣9️⃣ : 2️⃣9️⃣#WhistlePodu #Yellove pic.twitter.com/lr5a1c3E6i— Chennai Super Kings (@ChennaiIPL) March 9, 2023
মনে করা হচ্ছে এই আইপিএলে তিনিই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। গতবার আইপিএল আরম্ভ হওয়ার ঠিক আগে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক ঘোষণা করেছিল সিএসকে। কিন্তু তারকা অলরাউন্ডার এর নেতৃত্বে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারে তারা। ফলে মরশুমের মাঝপথেই ধোনিকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু তিনিও আর নতুন করে কোনও প্রভাব ফেলতে পারেননি দলের ওপর।
এই মরশুমে এখনো পর্যন্ত তেমন কোনও পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়নি। তবে ধোনি যখন খেলা ছেড়ে দেবেন তখন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে হবেন? এই প্রশ্নেরও একটা সম্ভাব্য সমাধান করেছে সিএসকে ম্যানেজমেন্ট। গত আইপিএল মিনি অকশনে তারা দলে নিয়েছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। তাকে দীর্ঘদিনের চুক্তিতে দলে রেখে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএসকে ম্যানেজমেন্টের, এমন কথা শোনা গেছে।