বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গতবছর আইপিএলে খেলতে দেখা গিয়েছিল প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। তবে আইপিএলের পর থেকে দীর্ঘদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন ধোনি। রাঁচিতে নিজের ফার্ম নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। রাঁচিতে নিজের বাগানে বিভিন্ন চাষ, কড়কনাথ মুরগি পালন ইত্যাদি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধোনিকে সেই ভাবে প্রকাশ্যে আসতে দেখা যায় নি।
https://twitter.com/DHONIism/status/1352928436499537925?s=20
সেই ধোনি এবার হটাৎ করেই নয়া অবতারে হাজির হয়ে চমকে দিলেন তার ভক্তদের। সম্প্রতি ধোনিকে দেখা গিয়েছিল মুম্বাইয়ে। সেখানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন তিনি। সেখানেই একবারে নতুন লুকে হাজির মহেন্দ্র সিং ধোনি।
Latest Clicks of dashing MS Dhoni. 😁❤️#MSDhoni • @MSDhoni • #WhistlePodu pic.twitter.com/o8NdpS0AX5
— DHONIsm™ ❤️ (@DHONIism) January 21, 2021
ইতিমধ্যেই ধোনির সেই নতুন লুক স্যোসাল মিডিয়ায় পোস্ট করেছেন ধোনির কয়েক জন ভক্ত। সেখানে দেখা যাচ্ছে, প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের প্রিয় দাড়ি কেটে ফেলছেন। মুখে রয়েছে হালকা খোঁচা খোঁচা দাড়ি। চুলের স্টাইলেও বিস্তর বদল এসেছে। আগের থেকে যেন অনেক বেশি তরুণ লাগছে 37 বছর বয়সী মাহিকে। সামনেই আইপিএল, এবার আইপিএলে কোন লুকে দেখা যাবে ধোনিকে এখন সেটাই দেখার।