টিকিট পরীক্ষক হিসাবে এত টাকা মাইনে পেতেন ধোনি! স্যালারি স্লিপ দেখলে অবাক হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমএস ধোনি। কিন্তু আইপিএল শুরুর আগেই ফের একবার চর্চায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কারণ তাঁর অ্যাপয়েন্টমেন্ট লেটার ও স্যালারি।আমাদের সকলের জানা যে ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে এমএস ধোনি একটা সময় ভারতীয় রেলে টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন।

খড়্গপুরে তাঁর পোস্টিং ছিল। পরে ক্রিকেটের টানে চাকরি ছেড়েছিলেন। ধোনি তার কেরিয়ার জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন। ধোনির সম্পত্তি বিরাট কোহলির (Virat Kohli) থেকে কিছুটা কম।

আরোও পড়ুন : গৌতম আদানি এবার গাঁটছড়া বাঁধবেন উবারের সঙ্গে! অর্ধেক খরচেই মিলবে ট্যাক্সি

ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট আয়োজিত হয় ধোনির শহর রাঁচিতে। সেখানে তৃতীয় দিনের খেলা চলাকালীন এমএস ধোনির রেলে চাকরি করাকালীন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখানো হয়। এমন বিষয় নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। মাইক্রোব্লগিং সাইট এক্স-য়ে @mufaddal_vohra অ্যাকাউন্ট থেকে এমএস ধোনি রেলে টিকিট কালেকটর থাকাকালীনের অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবিটা শেয়ার করা হয়।

আরোও পড়ুন : ফিরে আসছেন সিধু মুসেওয়ালা! ছেলের মৃত্যুর পর ফের গর্ভবতী হলেন গায়কের মা

কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো বিশ্বের সবচেয়ে ধনী এবং জনপ্রিয় ক্রিকেটারদের তালিকায় আছেন,মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে বসবাস করেন। তাঁর বাড়ি রাজপ্রাসাদের থেকে কোনও অংশে কম নয়। ২০১৭ সালে ধোনি এই বাড়িতে শিফট করেছিলেন। তাঁর বাড়ির নাম ‘কৈলাশপতি’।

ইতিপূর্বে রাঁচির একটা হাউসিংয়ে  তিন তলা বাড়িতে থাকতেন ধোনি। পাশাপাশি মুম্বইয়েও তাঁর একটি বাড়ি রয়েছে। এছাড়া দেরাদুনে রয়েছে অসাধারণ একটা বাংলো। এছাড়াও তার সংগ্রহে রয়েছে দামী গাড়ি এবং মোটরসাইকেল। এই বিশ্বখ্যাত ক্রিকেটার কিন্তু নিজের রোজগার করা শুরু  রেলের টিকিট পরীক্ষক হিসাবে।

img 20240227 173442

টিকিট পরীক্ষক থাকাকালীন তার অ্যাপোয়েন্টমেন্ট লেটারে লেখা আছে, ধোনি চাকরি জীবনে বেতন পেতেন ৩০৫০ টাকা।আজকের এই সফল ক্রিকেটারের আয়ের সাফল্য একটি দৃষ্টান্ত মূলক বিষয়। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। চেন্নাই সুপার কিংসকে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করার লক্ষ্যে আরও একবার নামতে চলেছে অধিনায়ক এমএস ধোনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর