বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে উত্তেজনার মধ্যে সেনার সাথে কাশ্মীরে মোতায়েন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ক্রিকেট থেকে দুই মাসের বিশ্রাম নিয়ে কাশ্মীরে সেনার সাথে ডিউটি করছেন মহেন্দ্র সিং ধোনি। ওনাকে কাশ্মীরে ভিক্টর ফোর্সের সাথে ডিউটি দেওয়া হয়েছে। ডিউটি সামলানোর পর এই প্রথম ধোনির ভিডিও সামনে আসে।
ওই ভিডিওতে ধোনিকে সহকর্মীদের সাথে ভলিবল খেলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে ধোনিকে নিজের দলের হয়ে সার্ভিস করতে দেখা যায়। বিশ্বকাপের পর ধোনির সন্ন্যাস নেওয়ার গুজবের মধ্যে উনি নিজেই নিজের নাম ওয়েস্টইন্ডিজ সফর থেকে তুলে নেন। আর ৩১ জুলাই কাশ্মীরে ভিক্টর ফোর্সের সাথে নিজের কর্তব্য পালন করছেন। তিনি ১৫ই আগস্ট পর্যন্ত ভিক্টর ফোর্সের সাথে কাশ্মীরে থাকবেন। এই কটা দিন উনি পেট্রোলিং, গার্ড আর পোস্ট ডিউটির কর্তব্য পালন করবেন।
Lt. Colonel Mahendra Singh Dhoni spotted playing volleyball with his Para Territorial Battalion!💙😊
Video Courtesy : DB Creation #IndianArmy #MSDhoni #Dhoni pic.twitter.com/H6LwyC4ALb
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 4, 2019
মহেন্দ্র সিং ধোনিকে ২০১১ সালে লেফটিন্যান্ট সন্মান দেওয়া হয়। পাঁচটি প্যারাশুট ট্রেনিং জাম্প পূরণ করার পর ওনাকে এই সন্মান দেওয়া হয়। ধোনির ১৯ কেজি সরঞ্জামের মধ্যে ৫ কেজির রাইফেল, ২ কেজির জুতো, ৩ কেজির উর্দি, ৬ কেজির বুলেট প্রুফ জ্যাকেট, ১ কেজির হেলমেট, ২ কেজির অনান্য সরঞ্জাম আছে। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর ধোনি ক্রিকেট থেকে দুই মাস দূরে থাকার সিদ্ধান্ত নেন। আর এই জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ওনাকে বাদ রেখেছে নির্বাচকেরা। ধোনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিসিসিআই ধোনিকে দুই মাসে ছুটি দিয়েছে। আর এই দুই মাস মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে দূরে থেকে, সেনার সাথে দেশ সেবা করার ইচ্ছে প্রকাশ করেছেন।