বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনাকে গদিচ্যুত করার পর ‘নতুন’ বাংলাদেশ (Bangladesh) গড়ার স্বপ্ন দেখেছিলেন সে দেশের বাসিন্দারা। কিন্তু পদ্মাপাড়ে বর্তমানে যা চলছে তাকে ‘মগের মুলুক’ বলা চলে অনায়াসেই। আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসও দ্রুত হারাচ্ছেন সমর্থন। এর মধ্যেই যা ঘটনা ঘটল বাংলাদেশে (Bangladesh) তাতে প্রশ্ন উঠছে, এবার কি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে পড়শি দেশ?
এবার কী ঘটল বাংলাদেশে (Bangladesh)
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে খবর, সোমবার ওদেশের কক্সবাজার সংলগ্ন এলাকায় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাংলাদেশ (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, বায়ুসেনা ঘাঁটি সম্প্রসারণের জন্য সম্ভবত ভূমি অধিগ্রহণের কাজ চলছিল। তার জেরেই এই হামলা হয় বলে মনে করা হচ্ছে।
কীভাবে ঘটল হামলার ঘটনা: এক প্রত্যক্ষদর্শী এ বিষয়ে জানান, সরকার জমি অধিগ্রহণ করতে চাইলে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। পালটা স্থানীয়দের মারধোর করা হয় এবং গ্রেফতারও করা হয়। তার প্রতিবাদ করতে গেলেই বায়ুসেনা (Bangladesh) গুলি চালায় বলে অভিযোগ। তার জেরে মৃত্যুও হয় এক বিক্ষোভকারীর। বেশ কয়েকজন আহত হয়। তারপরেই উত্তেজনা ওঠে চরমে।
আরো পড়ুন : মাস্কের ৪ বছরের ছেলে “নাক খুঁটেছে”, “রেগে গিয়ে” ১৪৫ বছরের ডেস্কই সরিয়ে দিলেন “খুঁতখুঁতে” ট্রাম্প
আগেও ঘটেছে হামলা: যদিও এক্ষেত্রে আরেক পক্ষের মত, জোর করে বায়ুসেনা ঘাঁটির মধ্যে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। রুখতে গিয়ে এক নিরাপত্তারক্ষী গুলি চালিয়ে ফেলেন। তারপরেই অশান্তি। এমন ঘটনা অবশ্য বাংলাদেশে (Bangladesh) এখন কার্যত ‘গা সওয়া” হয়ে গিয়েছে। হরদমই পড়শি দেশ থেকে আসছে কোনো না কোনো হামলা, অশান্তির ঘটনা।
আরো পড়ুন : ভারতের হুঙ্কারে থতমত বাংলাদেশ! আর ভরসা নেই ইউনূসের ওপরেও
যদিও এবারের ঘটনা ব্যতিক্রমী। এর আগে হয় আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নয়তো বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন হয়েছে ধ্বংস। কিন্তু এবার সরাসরি হামলা হল ইউনূসের সেনা, পুলিশের উপরে। তবে এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছে অন্তর্বর্তী সরকার।