বাংলাহান্ট ডেস্ক : বিগত বেশ কয়েক মাস ধরেই ভারত (India) এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কিছু মন্তব্য এবং হাবভাব দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আরও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর মাঝেই ফের চিনের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়ানোর পক্ষে বার্তা দিলেন ইউনূস। আর সেই বার্তা তখনই এল, যখন ভারত (India) সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
ভারতে (India) ভান্সের বৈঠকের সময়েই চিনের প্রতি বার্তা ইউনূসের
ভান্সের ভারত (India) সফরে আসার পর সোমবার সন্ধ্যাতেই তাঁর সঙ্গে বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর ঠিক সেই সময়েই চিনের আরো ভালো বন্ধু হওয়ার বার্তা দিলেন ইউনূস। এদিন ঢাকায় চিনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনূস। বেশ কিছু তাৎফল্যো পয়েন্ট উঠে এসেছে সেই বৈঠকে। সরাসরি চিনের সঙ্গে বন্ধুত্ব আরো বাড়ানোর পক্ষে মত দিয়েছেন মহম্মদ ইউনূস।
বন্ধুত্ব বাড়ানোর বার্তা ইউনূসের: বৈঠকে ইউনূস বলেন, সদ্য তিনি চিন সফরে গিয়েছিলেন। তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা ‘টার্নিং পয়েন্ট’। কূটনৈতিক সুসম্পর্কের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা থেকে বাণিজ্য খাতেও সহযোগিতা সম্প্রসারণের বার্তা দেওয়া হয়েছে। ইউবো বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতেই তাঁর এই সফর। দক্ষিণ এশিয়ায় চিনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত ইউনান। অন্যদিকে ইউনূস বন্ধুত্বের হাত আরও বাড়িয়ে ‘খুব ঘনিষ্ঠ প্রতিবেশী’ হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
আরো পড়ুন : ‘এই চেয়ারম্যানকে টেনে নামাব সিংহাসন থেকে’, SSC ভবনের সামনে তুমুল বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের
কী আলোচনা হল বৈঠকে: ইউবো বলেন, ইউনূস যে ক্ষুদ্রঋণ ব্যবস্থার প্রস্তাব দিয়েছিলেন তা ইউনানের একটি ব্যাঙ্ক গ্রহণ করেছে। সেই সঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল এবং ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক খাদ্য এবং কৃষি পণ্যের মতো খাতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে চিন। বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।
আরো পড়ুন : বিষ্ণোইয়ের আতঙ্ক! সলমনের পর এবার হুমকির মুখে এই অভিনেতা, চিন্তায় গোটা পরিবার
বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল, চিকিৎসা, পর্যটন চালুর ক্ষেত্রে চিনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মহম্মদ ইউনূস। আগে কলকাতা সহ ভারতে (India) চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ঢল দেখা যেত। কিন্তু বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে চিনের সঙ্গে সখ্যতা বাড়ানোদ জন্য ইউনূসের এই প্রচেষ্টাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।