বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম ধনী শিল্পপতি হলেন মুকেশ আম্বানি। তবে, শুধু ভারতেই নয়, বিশ্বের মধ্যেও ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতে থাকেন তিনি। পাশাপাশি, তাঁর কর্মকান্ডের জন্য তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তবে, এবার মুকেশ আম্বানি এমন পদক্ষেপ নিয়েছেন যা অবাক করেছে সকলকেই।
জানা গিয়েছে যে, এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে ১ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে ৭৪০০ কোটি টাকার মূল্যের রোবটের অর্ডার পেয়েছে Addverb Technologies। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই Addverb Technologies-এর ৫৪ শতাংশ শেয়ার কিনে নেয় Reliance Retail।
এদিকে, Reliance Retail শেয়ার কেনার পর Addverb Technologies-এর ভ্যালুয়েশনও একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই প্রায় ২ হাজার কোটি টাকার কাছে পৌঁছে গিয়েছে Addverb Technologies-এর ভ্যালুয়েশন।
প্রায় ১৩২ মিলিয়ন ডলারে অর্থাৎ ৯৮৫ কোটি টাকার বিনিময়ে নয়ডা-ভিত্তিক এই রোবোটিক্স স্টার্টআপের অংশীদারিত্ব কিনেছিল Reliance। এই রোবটগুলি জামনগরে রিলায়েন্সের শোধনাগারের জন্য ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে। এমনকি, ইতিমধ্যেই Addverb-এর Dynamo 200 রোবটগুলি জামনগর সংশোধনাগারের আন্তঃ-লজিস্টিক অপারেশনগুলিতে ব্যবহার করা হচ্ছে।
পাশাপাশি, রোবটগুলি আহমেদাবাদে একটি রিমোট সার্ভারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বলে রিপোর্টে জানা গিয়েছে। এদিকে, রিলায়েন্সের সঙ্গে চুক্তির পর Addverb Technologies জানিয়েছিল যে, “রিলায়েন্সের সঙ্গে এই চুক্তি আমাদের ইউরোপে ও মার্কিন বাজারে প্রবেশ করতে সাহায্য করবে।” পাশাপাশি, এই টাকা উৎপাদনে ব্যয় হবে বলেও জানানো হয়েছে। সংস্থাটি অদূর ভবিষ্যতে হাসপাতাল এবং বিমানবন্দরে রোবট মোতায়েন করার পরিকল্পনাও করছে।
এছাড়াও, সংস্থাটি প্রতি বছর প্রায় ১০ হাজার রোবট তৈরি করছে। জানা গিয়েছে, বর্তমান অর্ডারটিতে 5G প্রযুক্তিতে রোবটের পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, Addverb Technologies একটি ইন্ট্রা-লজিস্টিক অটোমেশন সলিউশন প্রোভাইডার কোম্পানি। অর্থাৎ এটি কারখানা এবং ওয়্যারহাউসগুলির জন্য রোবোটিক্স এবং অটোমেশন সলিউশন দেয়।