বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। প্রায়শই তিনি তাঁর কর্মকান্ডের জেরে থাকেন খবরের শিরোনামে। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আম্বানির নেতৃত্বাধীন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) থেকে Jio Financial Services-এর ডিমার্জার (বিচ্ছিন্ন) হয়েছে।
এমতাবস্থায়, বৃহস্পতিবার যোগ্য বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে (Demat Account) Jio Financial Services-এর শেয়ার ক্রেডিট করা হয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, এই শেয়ার ক্রেডিট হওয়ার পরেও সেগুলি এখন ট্রেডিং করা যাবে না। কারণ Jio Financial Services-এর লিস্টিং এখনও হয়নি।
এই বিনিয়োগকারীরা “ফ্রি”-তে পাচ্ছেন Jio-র শেয়ার: জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ Jio Financial Services-এর ডিমার্জারের ক্ষেত্রে ২০ জুলাই তারিখটিকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে। এমতাবস্থায়, যে বিনিয়োগকারীদের নাম গত ২০ জুলাই, ২০২৩ পর্যন্ত কোম্পানির রেকর্ড বইয়ে রয়েছে তাঁদের Jio Financial Services-এর শেয়ার ক্রেডিট করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত কোম্পানির তরফে লিস্টিংয়ের তারিখের প্রসঙ্গে কোনো ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: সমস্ত দায়িত্বে থাকছেন শুধুমাত্র মহিলারাই! এবার আরও একটি “পিঙ্ক স্টেশন”-এর ঘোষণা করল রেল
এদিকে, জানা গিয়েছে, বর্তমানে Jio Financial Services-এর মার্কেট ক্যাপ হল ১.৬৬ লক্ষ কোটি টাকা। ভ্যালুয়েশনের দিক থেকে, কোম্পানিটি তার সেক্টরের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। সম্প্রতি Jio Financial Services, BlackRock-এর সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে তারা যুক্ত রয়েছে।
ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশের উপর সুদ দিচ্ছে এই ৫ ব্যাঙ্ক! বিনিয়োগ করে হয়ে যান মালামাল
২৮ অগাস্ট একটি বিশেষ দিন: প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অ্যানুয়েল জেনারেল মিটিং আগামী ২৮ অগাস্ট সম্পন্ন হতে পারে। মনে করা হচ্ছে যে, Jio Financial Services-এর লিস্টিংয়ের তারিখ ওই একই দিনে ঘোষণা করবেন মুকেশ আম্বানি। এর পাশাপাশি ভবিষ্যতে কোম্পানি কি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সেই বিষয়টিও সবার সামনে তুলে ধরবেন তিনি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার