সিম ছাড়াই করতে পারবেন ফোন, একসঙ্গে চালানো যাবে ৫টি নম্বর! ধামাকা মুকেশ আম্বানির Jio-র

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। খুব অল্প সময়ের মধ্যেই সমগ্র দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির এই সংস্থা। তবে, এবার হোলির আগে ফের একবার গ্রাহকদের বড় উপহার দিতে চলেছে Jio।

দেশে প্রযুক্তি দ্রুত হারে বাড়ছে। আর সেই নিত্যনতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই। এর আগে Dual SIM ব্যবহার করতে গেলে ২ টি ফোন ব্যবহার করতে হত। কিন্তু এখন শুধুমাত্র একটি ফোন দিয়েই Dual SIM-এর সুবিধা পান গ্রাহকেরা। তবে, এবার Jio এমন একটি স্কিম নিয়ে এসেছে যাতে আপনি একটি ফোন থেকে ৫ টি SIM চালাতে পারবেন। হ্যাঁ, অসম্ভব মনে হলেও এটাই একদম সত্যি। আসুন জেনে নিই কিভাবে আপনি সহজেই ৫ টি ফোন নম্বর ব্যবহার করতে পারবেন।

আপনার যদি e-SIM থাকে, তাহলে আপনি ফোনে সিম না ঢুকিয়ে সহজেই টেলিকম পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। দেশে এখন দ্রুত e-SIM কেনার প্রবণতা বাড়ছে। আপনিও যদি e-SIM ব্যবহার করতে চান, তাহলে Jio স্টোরে গিয়ে একটি SIM নিতে পারেন।

Jio-র e-SIM কেনার পর এটি সক্রিয় করতে আপনাকে ফোনে একটি ফিচার ডাউনলোড করতে হবে। যেখানে e-SIM সমর্থনযোগ্য ডিভাইসগুলি স্বয়ংক্রিয়ভাবে এই SIM-টি কনফিগার করে। আপনি ভুল করে ডাউনলোড করা e-SIM সরিয়ে ফেললে, আপনাকে নিকটস্থ Reliance Digital অথবা Jio স্টোরে গিয়ে এটিকে আবার সক্রিয় করতে হবে।

এভাবেই এ-SIM সমর্থন করে এমন ডিভাইসগুলিতে, বিশেষ করে আইফোনগুলিতে একসাথে একাধিক e-SIM চালানো যাবে। উদাহরণস্বরূপ, ফিজিক্যাল স্লটে আপনি একটি SIM ব্যবহার করতে পারেন, অপরদিকে অন্য ভার্চুয়াল e-SIM স্লটে আপনি একাধিক e-SIM যুক্ত করতে পারেন (ভারতে Jio এই ফিচার সাপোর্ট করে)।

jio esim 16305576853x2 1

তবে, এটি লক্ষণীয় যে একটি সময়ে শুধুমাত্র একটিই e-SIM কাজ করবে, যেটি আপনি যখন খুশি পরিবর্তন করতে পারবেন। এই প্রসঙ্গে Jio-র ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, আপনি একটি ডিভাইসে একাধিক e-SIM প্রোফাইল তৈরি করার সুবিধা পেলেও ডিভাইসটিতে শুধুমাত্র ৩ টি e-SIM প্রোফাইল রাখার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার তরফে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর