নতুন কোম্পানির ঘোষণা আম্বানির! কবে আসছে Jio-র IPO? জানিয়ে দিলেন ধনকুবের

Published on:

Published on:

Mukesh Ambani makes several announcements about Reliance Industries.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের শ্রেষ্ঠ ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি তাঁর টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর IPO সম্পর্কে একটি বড় আপডেট দিয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL)-এর বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানিয়েছেন যে, IPO-র ড্রাফট পেপার শীঘ্রই দাখিল করা হবে এবং ২০২৬ সালের প্রথমার্ধে রিলায়েন্স জিওর IPO লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।

একাধিক বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি:

জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই রিলায়েন্স জিও 5G পরিষেবা থেকে শুরু করে ফিক্সড ব্রডব্যান্ড এবং AI প্রযুক্তিতে বড় বিনিয়োগ করেছে। শেয়ার বাজারে জিওর লিস্ট হওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করতে পারে। একটি অনুমান অনুসারে, জিও কোম্পানি IPO-র মাধ্যমে ১২ থেকে ১৩ লক্ষ কোটি টাকা পর্যন্ত ফান্ড সংগ্রহ করতে পারে। যেটি এটি সংস্থার ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবহার করা হতে পারে।

জিও ৫০ কোটি গ্রাহকের গণ্ডি অতিক্রম করেছে: ইতিমধ্যেই জিও সম্পর্কে তথ্য প্রদান করে মুকেশ আম্বানি জানিয়েছেন যে, এই সংস্থা গ্লোবাল লেভেলে শেয়ার হোল্ডারদের জন্য ভ্যালু আনলক করবে। সম্প্রতি জিও ৫০ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে। ২০২৫ অর্থবর্ষে জিওর আয় ছিল ১.২৮ লক্ষ কোটি টাকা। যেখানে EBITDA ছিল ১.২৮ লক্ষ কোটি টাকা। যা শক্তিশালী আয়ের ইঙ্গিত দেয়।

Mukesh Ambani makes several announcements about Reliance Industries.

১২৫ বিলিয়ন ডলার আয় করা প্রথম কোম্পানি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) ৪৮তম বার্ষিক সাধারণ সভায়, চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন যে রিলায়েন্সে ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। এটি প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে ১২৫ বিলিয়ন ডলারের বার্ষিক আয় অতিক্রম করেছে। রিলায়েন্সের EBITDA ছিল ১,৮৩,৪২২ কোটি টাকা ২১.৫ বিলিয়ন ডলার) এবং নিট মুনাফা ছিল ৮১,৩০৯ কোটি (৯.৫ বিলিয়ন ডলার)। এদিকে, রিলায়েন্সের (Reliance Industries) রফতানির পরিমাণ হল ২,৮৩,৭১৯ কোটি টাকা (৩৩.২ বিলিয়ন ডলার)। যা ভারতের মোট পণ্য রফতানির ৭.৬ শতাংশ। এমতাবস্থায়, রিলায়েন্স ভারতের বৃহত্তম রফতানি কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: আর নয়! এবার অবসরের পথে মেসি? নিজেই দিলেন ইঙ্গিত, কবে খেলবেন “বিশেষ ম্যাচ”?

বৃহত্তম ট্যাক্স প্রদানকারী কোম্পানি: জানিয়ে রাখি যে, রিলায়েন্স (Reliance Industries) ২০২৫ অর্থবর্ষে মোট ২,১০,২৬৯ কোটি টাকার (২৪.৬ বিলিয়ন ডলার) ট্যাক্স প্রদান করেছে। যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত ৬ বছরে, জাতীয় কোষাগারে এই কোম্পানির মোট অবদান ১০ লক্ষ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: লঞ্চের আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটে কালোবাজারি! দাম পৌঁছল ১৫ লক্ষে, ACC করল সতর্ক

রিলায়েন্স একটি নতুন কোম্পানি গঠন করবে: শুক্রবার মুকেশ আম্বানি আরেকটি বড় ঘোষণা করেছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান জানিয়েছেন যে, “AI-এর ক্ষেত্রে আমরা একটি নতুন সাবসিডিয়ারি সংস্থা রিলায়েন্স ইন্টেলিজেন্স গঠন করব। যার জন্য কোম্পানিটি গুগল এবং মেটার সঙ্গে অংশীদারিত্ব করবে বলেও জানা গিয়েছে।